মক্কা | |
---|---|
অঞ্চল | |
مَكَّة ٱلْمُكَرَّمَة | |
![]() | |
![]() সৌদি আরবের মানচিত্রে মক্কা দেখানো হয়েছে | |
স্থানাঙ্ক: ২১°৩০′ উত্তর ৪১°০′ পূর্ব / ২১.৫০০° উত্তর ৪১.০০০° পূর্ব | |
রাজধানী | মক্কা |
বরোসমূহ | ১২ |
সরকার | |
• গভর্নর | খালিদ বিন ফয়সাল আল সৌদ |
• উপ গভর্নর | বদর বিন সুলতান বিন আব্দুলাজিজ |
আয়তন | |
• মোট | ১,৫৩,১৪৮ বর্গকিমি (৫৯,১৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭ সালের আদমশুমারি) | |
• মোট | ৮৫,৫৭,৭৬৬ |
• জনঘনত্ব | ৫৬/বর্গকিমি (১৪০/বর্গমাইল) |
ISO 3166-2 | ০২ |
ওয়েবসাইট | www |
মক্কা অঞ্চল (আরবি: مِنْطَقَة مَكَّة ْلْمُكَرَّمَة মিনতাকাহ মক্কা আল-মুকাররামাহ) হলো সৌদি আরবের সর্বাধিক জনবহুল মিনতাকাহ (অঞ্চল)। এটি পশ্চিম সৌদি আরবে অবস্থিত এবং এর বর্ধিত উপকূলরেখা রয়েছে, এর আয়তন ১৫৩,১২৮ বর্গ কিমি (৫৯,১২৩ বর্গ মাইল), এবং এর জনসংখ্যা ৮৫,৫৭,৭৬৬ (২০১৭ সালের জরিপ অনুসারে)।[১] এর রাজধানী মক্কা, এটি ইসলামের পবিত্রতম শহর, এছাড়া এর বৃহত্তম শহর হলো জেদ্দা, এটি সৌদি আরবের প্রধান বন্দর নগরীও। তৃতীয় প্রধান শহর হচ্ছে তায়েফ। এই অঞ্চলে রাবিঘ শহরটিও অবস্থিত, মোটামুটিভাবে এটি সেই অঞ্চল যেখানে ইসলামের পয়গম্বর (নবী) মুহাম্মদ গাদির খুমের অনুষ্ঠানে খুতবা দিয়েছিলেন।
১৯৯২ সাল থেকে জনসংখ্যা বৃদ্ধির চিত্র:
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯৯২ | ৪৪,৬৭,৬৭০ | — |
২০০৪ | ৫৭,৯৭,১৮৪ | +২.১৯% |
২০১০ | ৬৯,২৭,৪৭৭ | +৩.০১% |
২০১৮ | ৮৮,০৩,৫৪৫ | +৩.০৪% |
উৎস:[২] |
সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠার পর থেকে মক্কা অঞ্চলের গভর্নররা হলেন:[৩]
অঞ্চলটি ১৭ টি মুহাফাজাত (গভর্নরেট )-এ বিভক্ত (২০১০ সালের আদমশুমারি অনুসারে):[১]