মার্স অরবিটার মিশন | |
---|---|
অভিযানের ধরন | মঙ্গল গ্রহের কৃত্রিম উপগ্রহ |
পরিচালক | ইসরো |
ওয়েবসাইট | http://www.isro.org/mars/home.aspx |
অভিযানের সময়কাল | ৩০০ দিন |
মহাকাশযানের বৈশিষ্ট্য | |
বাস | আই-১ কে[১] |
প্রস্তুতকারক | ইসাক |
উৎক্ষেপণ ভর | ১,৩৫০ কেজি (২,৯৮০ পা)[২] |
শুষ্ক ভর | ৫০০ কেজি (১,১০০ পা) |
পেলোড ভর | ১৫ কেজি (৩৩ পা)[৩] |
আয়তন | ১.৫ ঘন মিটার |
ক্ষমতা | ৮৪০ ওয়াট[১] সৌর প্যানেল থেকে |
অভিযানের শুরু | |
উৎক্ষেপণ তারিখ | তারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি[৪] |
উৎক্ষেপণ রকেট | পিএসএলভি-এক্সএল সি২৫[২] |
উৎক্ষেপণ স্থান | সতীশ ধবন এফএলপি |
ঠিকাদার | ইসরো |
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |
তথ্য ব্যবস্থা | এরোসেন্ট্রিক |
পেরিareon | ৩৭৭ কিমি (২৩৪ মা) |
অ্যাপোareon | ৮০,০০০ কিমি (৫০,০০০ মা) |
নতি | ১৭.৮৬৪ ডিগ্রি [৫] |
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | পরিকল্পিত |
মঙ্গল গ্রহ অরবিটার | |
কক্ষপথীয় সন্নিবেশ | ২১শে সেপ্টেম্বর, ২০১৪[৬] (পরিকল্পিত) |
মঙ্গলযান (সংস্কৃত: मंगलयान ইংরেজি: Mars Orbiter Mission) হল মঙ্গল গ্রহের একটি অরবিটার। এটি ২০১৩ সালের ৫ই নভেম্বর পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)[৭][৮][৯] এই অভিযানটি হল একটি "টেকনোলজি ডেমনস্ট্রেটর" প্রকল্প। আন্তঃগ্রহ অভিযানের জন্য প্রয়োজনীয় নকশা, পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অপারেশন-সংক্রান্ত প্রযুক্তির উন্নয়নের উদ্দেশ্যে এই অভিযানটি চালানো হচ্ছে।[১০]
মঙ্গলযান প্রোবটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র ফার্স্ট লঞ্জ প্যাড থেকে একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) রকেট সি২৫-এর মাধ্যমে ২০১৩ সালের ৫ই নভেম্বর ভারতীয় সময় রাত ২:৩৮ নাগাদ উৎক্ষেপণ করা হয়েছে।[১১] লঞ্চ উইন্ডোটি প্রায় ২০ দিন দীর্ঘ। এটি শুরু হয়েছে ২৮ অক্টোবর।[৪] মঙ্গলযান ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান। এটি সফল হয়েছে এবং ইসরো বিশ্বের চতুর্থ মহাকাশ সংস্থা হিসেবে মঙ্গলগ্রহে পৌছেছে।[১২]
২৪শে সেপ্টেম্বর ২০১৪ তারিখে মঙ্গলযান সফলতার সহিত মঙ্গলগ্রহর মহাকর্য বলের ভেতর প্রবেশ করে এবং ইহার কার্যক্রম শুরু করে।[১৩][১৪][১৫][১৬] পূর্ববর্তী পরিকল্পনা ছিল যে মঙ্গলযান খুবি উচ্চমাত্রার একটি মঙ্গলগ্রহ কেন্দ্রিক উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমন করবে, ৩.২ দিনে মঙ্গলগ্রহর চারিদিকে একবার এটির পরিভ্রমন সমাপ্ত হবে, গ্রহপৃষ্ঠ থেকে এই উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে দুরের বিন্দুর দূরত্ব ৮০,০০০ কিমি (৫০,০০০মাইল) এবং সবচেয়ে কাছের বিন্দুর দূরত্ব হবে ৪২৩ কিমি (২৬৩ মাইল)। [১৭]
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)