মজঃফরাবাদ Muzaffarabad | |
---|---|
আজাদ জম্মু ও কাশ্মীরের জেলা | |
মজঃফরাবাদ শহর, পাকিস্তান | |
![]() মজঃফরাবাদের শহরকে আজাদ কাশ্মিরের মানচিত্রকে লাল রং এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | আজাদ জম্মু ও কাশ্মীর |
সদরদপ্তর | মজঃফরাবাদ |
আয়তন | |
• মোট | ১,৬৪২ বর্গকিমি (৬৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৬,৫০,৩৭০ |
• জনঘনত্ব | ৩৯৬/বর্গকিমি (১,০৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+05:00) |
তহসিলের সংখ্যা | ৩ |
মজঃফরাবাদ জেলা (مُظفّر آباد) পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের ঝিলাম এবং নীলাম নদীর তীরে অবস্থিত একটি জেলা এবং পাহাড়ী অঞ্চল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পাঞ্জাব এবং পূর্বে কাশ্মীরের কুপওয়ারা জেলা ও বারামূলা জেলায় অবস্থিত। এছাড়াও উত্তরে নীলাম জেলা; যেটি জেলার উত্তরপূর্বে পতিত হয়েছে এবং বাঘ জেলা দক্ষিণ সীমানা বরাবর গঠিত হয়েছে। জেলাটির মোট এলাকা ১,৬৪২ বর্গ কিলোমিটার। মজঃফরাবাদ শহরটি আজাদ কাশ্মিরের রাজধানী হিসেবে পরিচালিত হয়ে থাকে।
২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ৬৫০,৩৭০ জন।[১]
মজঃফরাবাদ জেলা প্রশাসনিকভাবে ৩টি তহসিলে বিভক্ত এবং ৫১টি ইউনিয়ন কাউন্সিল নিয়ে গঠিত হয়েছে।[২]
![]() |
আজাদ কাশ্মীর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
![]() |
পাকিস্তান অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |