![]() | |
নীতিবাক্য | Dhiyo yonah Prachodayāt |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ৫ জুন ১৯৮০ |
আচার্য | টি. তিরুপতি রাও |
উপাচার্য | এন. লক্ষীন্দর সিং[১] |
রেক্টর | মণিপুরের রাজ্যপাল |
দর্শনার্থী | ভারত সরকার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৭০[২] |
শিক্ষার্থী | ৫,২৬৫[৩] |
স্নাতক | ৮১৯[৩] |
স্নাতকোত্তর | ৩,৪৬২[৩] |
৯৮৪[৪] | |
অবস্থান | , , ২৪°৪৫′০৮″ উত্তর ৯৩°৫৫′৪১″ পূর্ব / ২৪.৭৫২২৮৭৬° উত্তর ৯৩.৯২৮০৪২৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | উপশহর ৩০০ একর (১.২ বর্গকিলোমিটার) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
ওয়েবসাইট | www |
![]() |
মণিপুর বিশ্ববিদ্যালয় ভারতের মণিপুরের ইম্ফালে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এটি মনিপুর বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর অধীনে ৫ জুন ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মণিপুর রাজ্যের আঞ্চলিক এখতিয়ার সহ একটি শিক্ষাদান সহযোগী বিশ্ববিদ্যালয় হিসাবে এটি মণিপুর বিশ্ববিদ্যালয় আইন-২০০৫[৫] ডব্লিউ.ই.এফ. এর অধীনে ২০০৫ সালের ১৩ই অক্টোবর এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।[৬]
বিশ্ববিদ্যালয়টি ভারতের মণিপুরের রাজধানী ইম্ফাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাঞ্চিপুরে অবস্থিত। ক্যাম্পাসটি মণিপুর রাজ্যের পুরনো প্রাসাদ ঐতিহাসিক চঞ্চিপুরে ২৮৭ একর (১.১৬ বর্গকিলোমিটার) এলাকা জুড়ে বিস্তৃত।
মণিপুর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৬টি কলেজ এবং একটি মণিপুর ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ রয়েছে।[৭] বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উল্লেখযোগ্য কলেজগুলির মধ্যে রয়েছে:
<ref>
ট্যাগ বৈধ নয়; NIRF 2021 data
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি