মণিপুরের মাওবাদী কমিউনিস্ট পার্টি Maoist Communist Party of Manipur | |
---|---|
চেয়ারপার্সন | Taibanglen Meitei |
মুখপাত্র | W. Malemnganba Meitei |
Vice–chairperson | Mang Ulen San |
প্রতিষ্ঠা | সেপ্টেম্বর ২০১১ |
পূর্ববর্তী | Kangleipak Communist Party (Maoist) |
সদর দপ্তর | মণিপুর |
সংবাদপত্র | • Red Thunder (monthly)[১][২] • Red Manipur (quarterly)[৩] |
Armed organ | New People's Militia |
ভাবাদর্শ | মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ |
Acknowledgement | ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)[৪] |
মাওবাদ |
---|
সিরিজের অংশ |
কমিউনিস্ট পার্টিসমূহ |
---|
মণিপুরের মাওবাদী কমিউনিস্ট পার্টি হচ্ছে মণিপুরের একটি অতি-বামপন্থী[৫] কমিউনিস্ট পার্টি যাদের লক্ষ্য হল "সশস্ত্র বিপ্লবী যুদ্ধের মাধ্যমে একটি কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠা করা"।[৬] মণিপুরের মাওবাদী কমিউনিস্ট পার্টিও "ঔপনিবেশিক ভারত" থেকে মণিপুরের জনগণের মুক্তি দেবার ইচ্ছা পোষণ করে।
মণিপুরের মাওবাদী কমিউনিস্ট পার্টি বা এমসিপিএম-এর স্থায়ী কমিটির কো-অর্ডিনেটর হচ্ছেন কোংঘান,[২][৭] সহসভাপতি হচ্ছেন মং উলেন সান।[১] The প্রচার ও প্রচারণা সম্পাদক হচ্ছেন নংলেন মাইতি।[৮][৯] সভাপতি হচ্ছেন টাইবাংলেন মেইতি,[২][৭]
মণিপুরের মাওবাদী কমিউনিস্ট পার্টি একটি নিষিদ্ধ সংগঠন।[৮]
ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) এমসিপিএম-এর প্রতিষ্ঠাকে এই বলে আখ্যায়িত করেছে যে, "এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপ্লবের ইতিহাসে একটি ঐতিহাসিক তাত্পর্যপূর্ণ ঘটনা" এবং আরো বলেছেন যে "এটা তাদের সাধারণ শত্রু ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে"।[৪] সিপিআই মাওবাদী কেসিপি মাওবাদী এবং মণিপুরের পিপলস লিবারেশন আর্মির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে।[৫][৬]