মণিলাল নাগ | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | মণিলাল নাগ |
জন্ম | ১৬ আগস্ট ১৯৩৯ |
উদ্ভব | বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত |
ধরন | হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত |
পেশা | সেতার বাদক, কণ্ঠশিল্পী |
বাদ্যযন্ত্র | সেতার |
পুরস্কার | পদ্মশ্রী (২০২০) |
মণিলাল নাগ (জন্ম: ১৬ আগস্ট ১৯৩৯[১]) তিনি হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের বাংলার বিষ্ণুপুর ঘরানা বাদ্যযন্ত্র শিল্পী, তিনি সেতারবাদক ছাড়াও একজন সঙ্গীতজ্ঞ।
মণিলাল নাগ বাঁকুড়ায় এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[২] পরে তারা উত্তরপাড়ায় চলে আসেন। উত্তরপাড়া এক সময় সাংস্কৃতিক শহর বলা হত, অনেক বড় বড় মানুষেরে উত্তরপাড়ায় পায়ের ধুলো দিয়েছেন যেমন মধুসূদন দত্ত, রাজা রাম মোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাঃ বি.সি. রায়। তার পিতা গোকুল নাগ একজন সংগীত শিক্ষক হিসাবে জমিদার বাড়ীতে থাকতেন এবং তাদের শিশুদের সংগীত শিক্ষা প্রদান করতেন। তিনি সব ধরনের যন্ত্র বাজাতে পারতেন যেমন বীণা, সুরবাহার, এসরাজ, সেতার, সরোদ, তবলা, তবলা তরঙ্গ, হারমোনিয়াম, জলতরঙ্গ, নাস্তরঙ্গ, কস্তুরতরঙ্গ (কাঠের তৈরি),ইত্যাদি। তার গুণগান শুনে বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর উত্তরপাড়া গিয়েছিলেন এবং তার বাজনা শুনে মোহিত হয়ে অনুরোধ করেছিলেন, "দয়া করে আমার দলে সঙ্গীত রচয়িতা হিসাবে যোগদান করুন।"[২]
ছোটবেলা থেকে মণিলাল নাগ তার পিতার কাছ থেকে সেতার বাজাতে শেখেন।[৩] ১৯৫৩ সালের সর্বভারতীয় সংগীত সম্মেলনে তিনি প্রথম প্রকাশ্যে করেন, তাকে তবলায় সঙ্গ দিতে উপস্থিত ছিলেন সমতা প্রসাদ। তার ঠিক এক বছর পর থাকে অর্থাৎ ১৯৫৪ সাল থেকে তিনি জাতীয় সংগীত ও আকাশবাণী সংগীত সম্মেলনে বহুবার সঙ্গীতানুষ্ঠান করছেন। পরবর্তীকালে, তিনি বহুবার দেশ তথা বিদেশে সঙ্গীতানুষ্ঠান করেন। ১৯৭৩ সালে, তিনি আইসিসিআর (ভারত সরকার) কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশে আমন্ত্রণ সঙ্গীতানুষ্ঠান করেন। ১৯৭৯ সালে, অস্ট্রেলিয়া সরকারের ১৫০ তম বার্ষিকী অনুষ্ঠান, ভারত মহাসাগর আর্ট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য তাকে ভারত সরকার সাংস্কৃতিক প্রতিনিধি দলের অংশ হিসাবে অংশগ্রহণ করেন। একবার কলকাতায় একটি সাক্ষাত্কারে ওস্তাদ বিলায়েত খাঁ বলেছিলেন, "ভারতবর্ষের সেতার ঘরানার একমাত্র পরিবার হল নাগ পরিবার।"[৪] তিনি ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত আইটিসি সংগীত গবেষণা একাডেমির ইনস্ট্রুমেন্টাল মিউজিক বিভাগের সাথে যুক্ত ছিলেন।[৫]
এ ছাড়া তিনি আইটিসি সংগীত সম্মান, ডোভার লেন সংগীত সম্মান, চণ্ডীগড়ের প্রচার কলা কেন্দ্রের কোসার পুরস্কার, মুম্বাইয়ের সংগীত রত্ন পুরস্কার এবং নয়াদিল্লির ভিস্তাস পুরস্কার পেয়েছেন।
মণিলাল নাগ গানের অনেকগুলি অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছিল। অ্যালবামের কয়েকটি শিরোনাম নিচে উল্লেখ করা হয়েছে: