মতিন রহমান | |
---|---|
জন্ম | মতিন রহমান ১৮ মার্চ ১৯৫২ শাহপুর, নওগাঁ জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | পিএইচডি |
মাতৃশিক্ষায়তন | নওগাঁ কেডি হাই স্কুল নওগাঁ ডিগ্রী কলেজ আলমগীর কবির ফিল্ম ইন্সটিটিউট স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, শিক্ষকতা |
কর্মজীবন | ১৯৭৩–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | |
দাম্পত্য সঙ্গী | নাসিম খানম |
সন্তান |
|
পিতা-মাতা |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
মতিন রহমান (জন্ম: ১৮ মার্চ, ১৯৫২) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।[১] আজিজুর রহমানের সহকারী হিসেবে বাংলা চলচ্চিত্রে আগমন হলেও অচিরেই তিনি একজন সফল পরিচালক হিসেবে নিজেকে গড়ে তুলেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লাল কাজল। ১৯৯৩ সালে অন্ধ বিশ্বাস চলচ্চিত্র পরিচালনা করে অর্জন করেন বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[২]
মতিন রহমান ১৯৫২ সালের ১৮ মার্চ বাংলাদেশের নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। শৈশব কাটে ও গ্রাজুয়েশন সম্পন্ন করেন শান্তাহারে।[৩] পরে ১৯৭৩ সালে ঢাকায় এসে আলমগীর কবির ফিল্ম ইন্সটিটিউটে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা করেন। তিনি বাংলাদেশে সাংবাদিকতাসহ চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত প্রথম ছাত্র।[৪]
মতিন রহমান চলচ্চিত্রকার আজিজুর রহমানের সহকারী হিসেবে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। আজিজুর রহমানের সহকারী হিসেবে তিনি অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা (১৯৮০) এবং মহানগর (১৯৮১) চলচ্চিত্রে কাজ করেন। ১৯৮২ সালে নির্মিত লাল কাজল পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র।[৫] এরপর নির্মাণ করেন চিৎকার, স্বর্গ নরক, স্নেহের বাঁধন, জীবন ধারা। ১৯৮৯ সালে পরিচালনা করেন পাকিস্তানের ইকবাল কাশ্মীরীর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরীর লেখা কাহিনী নিয়ে রাঙা ভাবী এবং ময়মনসিংহ গীতিকার লোককাহিনী অবলম্বনে বীরাঙ্গনা সখিনা। ১৯৯২ সালে পরিচালনা করেন অন্ধ বিশ্বাস। এই ছায়াছবিতে তার যার সহকারী হিসেবে চলচ্চিত্রে আসা সেই আজিজুর রহমান তার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এই চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি নির্মাণ করেন সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে তোমাকে চাই (১৯৯৬), মন মানে না, রিয়াজ, শাকিল খান ও শাবনূর অভিনীত বিয়ের ফুল (১৯৯৯) ও নারীর মন (২০০০), রিয়াজ, শাবনূর, ও ফেরদৌস আহমেদ অভিনীত এ মন চায় যে...! (২০০০), রিয়াজ ও শাবনূর অভিনীত মাটির ফুল (২০০৩) ও মহব্বত জিন্দাবাদ।[৬] ২০০৪ সালে রিয়াজ ও শ্রাবন্তিকে নিয়ে নির্মাণ করেন কমেডি ধাঁচের রং নাম্বার। ২০০৫ সালে নির্মাণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অবলম্বনে রাক্ষুসী।[৭] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রোজিনা ও ফেরদৌস আহমেদ। ২০০৮ সালে পরিচালনা করেন তোমাকেই খুঁজছি।[৮]
চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তিনি প্রথম আজিজুর রহমান পরিচালিত অতিথি চলচ্চিত্রে কাজী চরিত্রে অভিনয় করেন।[৯] এছাড়া তিনি তার নিজের পরিচালিত স্নেহের বাঁধন চলচ্চিত্রে শাবানার স্বামী চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি নারীর মন ছায়াছবিতে শিক্ষক, বউ শাশুড়ীর যুদ্ধ ছায়াছবিতে ডাক্তার, ও রাক্ষুসী ছায়াছবিতে পূর্ণিমার বাবার চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি দিলশাদুল হক শিমুল পরিচালিত লিডার চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন।[১০]
তিনি ২০০২ সাল থেকে ঢাকার বেসরকারী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষকতা করছেন। ২০১৩ সালে তিনি নন্দিত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত দুটি চলচ্চিত্র নিয়ে একটি বই প্রকাশ করেন। বইটির নাম "হুমায়ূন আহমেদ-এর শেষ ও প্রথম চলচ্চিত্র"।[১১]
মতিন রহমান নাসিম খানমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে নওশীন ও নওরীন এবং এক ছেলে মৃত্তিক রহমান। তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন।[১২]
বছর | চলচ্চিত্র | পরিচালক | চিত্রনাট্যকার | অভিনেতা | ভাষা | টীকা |
---|---|---|---|---|---|---|
১৯৭৩ | অতিথি | হ্যাঁ | বাংলা | |||
১৯৭৯ | মাটির ঘর | হ্যাঁ | বাংলা | সহকারী পরিচালক হিসেবে কাজ করেন | ||
১৯৮২ | লাল কাজল | হ্যাঁ | বাংলা | |||
চিৎকার | হ্যাঁ | বাংলা | ||||
স্বর্গ নরক | হ্যাঁ | বাংলা | ||||
১৯৮৮ | জীবন ধারা | হ্যাঁ | বাংলা | |||
১৯৮৯ | রাঙা ভাবী | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
বীরাঙ্গনা সখিনা | হ্যাঁ | বাংলা | ||||
১৯৯২ | অন্ধ বিশ্বাস | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক | |
রাধা কৃষ্ণ | হ্যাঁ | বাংলা | ||||
১৯৯৬ | তোমাকে চাই | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
১৯৯৭ | স্নেহের বাঁধন | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
মন মানে না | হ্যাঁ | বাংলা | ||||
১৯৯৯ | বিয়ের ফুল | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
২০০০ | নারীর মন | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
এ মন চায় যে...! | হ্যাঁ | বাংলা | ||||
২০০৩ | মাটির ফুল | হ্যাঁ | বাংলা | |||
বউ শাশুড়ীর যুদ্ধ | হ্যাঁ | বাংলা | ||||
মহব্বত জিন্দাবাদ | হ্যাঁ | বাংলা | ||||
২০০৪ | রং নাম্বার | হ্যাঁ | বাংলা | |||
২০০৫ | রাক্ষুসী | হ্যাঁ | হ্যাঁ | বাংলা | ||
২০০৮ | তোমাকেই খুঁজছি | হ্যাঁ | বাংলা |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৯৩ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | অন্ধ বিশ্বাস (১৯৯২) | বিজয়ী |