মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় (আরবি: الجامعة الإسلامية بالمدينة المنورة) সৌদি আরবমদিনায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের সেরা ইসলামি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। ১৯৬১ সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।[২] বিশ্ববিদ্যালয়টি ইসলামের মূল আকিদা ওয়াহাবি–সালাফি মতাদর্শ যা শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের আর্দশ ধারণ করে এবং বিশ্বজুড়ে সালাফিবাদী ধর্মতাত্ত্বিক, পণ্ডিত ও প্রচারকদের ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[৩][৪][৫][৬][৭][৮][৯]
বিশ্ববিদ্যালয় কেবল মুসলিম পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে।[১০]
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীয়াহ কুরআন, দাওয়াত বা উসূল আল দ্বীন, হাদীস এবং আরবি বিষয়ে পড়তে পারবে।[১১] বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেটে তিন শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রী প্রদান করা হয়।[১২] বিশ্ববিদ্যালয় এর শাখা, কলেজ অব শরী'আহ তে ইসলামিক আইন বিষয়ে ক্লাস শুরু করার মাধ্যমে এর প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল। যে কোন মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর থাকার জন্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করে।
মুফতি মেঙ্কহলেন একজন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা।
আবু বকর মুহাম্মাদ যাকারিয়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ (এল.এল.বি) বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। তিনি বাংলা ভাষায় তাফসীরে জাকারিয়া নামে একটি তাফসীর লিখেছেন, যা সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বহু বই লিখেছেন।
আবু উসামাহ - ইংল্যান্ডের বার্মিংহামের গ্রীন লেন মসজিদের ইমাম
ইয়াসির ক্বাদি - লেখক এবং আল-মাগরিব ইন্সটিটিউটের একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের ডিন
মুহাম্মদ আলশরীফ - আল-মাগরিব ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা
ইয়াসের বিরজাস - আল-মাগরিব ইন্সটিটিউটের নির্দেশক
এহসান এলাহি জহির - পাকিস্তানি স্কলার ও লেখক
রাবি আল মাজখালি - ধর্মীয় বিজ্ঞ চিন্তাবিদ
আতিক আহমেদ খান - জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ
ফায়েজ মুহাম্মদ - লেবানিজ বংশোদ্ভুত অস্ট্রেলীয় মুসলিম দা'ঈ
সৈয়দ আবু বকর জাকারিয়া - ঘানার ইসলামী চিন্তাবিদ, লেকচারার এবং তামেলের আনবারিয়া মুসলিম সম্প্রদায়ের নেতা
সফিউর রহমান মোবারকপুরী - স্কলার এবং আর্-রাহীকুল মাখতূম নামক বিখ্যাত সীরাতগ্রন্থের লেখক
↑Chaplin, Chris. "Salafi Islamic piety as civic activism: Wahdah Islamiyah and differentiated citizenship in Indonesia." Citizenship studies 22.2 (2018): 208-223.
↑Determann, Jörg Matthias. "Circuits of Faith: Migration, Education, and the Wahhabi Mission by Michael Farquhar." The Middle East Journal 71.2 (2017): 331-332.
↑Chaplin, Chris. "Imagining the land of the two holy mosques: The social and doctrinal importance of Saudi Arabia in Indonesian Salafi discourse." Austrian Journal of South-East Asian Studies 7.2 (2014): 217-236.
↑MUSA, M.F., 2018. THE RIYAL AND RINGGIT OF PETRO-ISLAM: INVESTING SALAFISM IN EDUCATION. Islam in Southeast Asia: Negotiating Modernity, p.63. "Scholars have argued that the Islamic University of Madinah is the primary exporter of Wahhabi ideology, and has produced Salafi-inclined theologians, who later promoted the ideology throughout the world."