মদ্র (সংস্কৃত: Madra) ছিল উত্তর-পশ্চিম দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন ইন্দো-আর্য উপজাতি যাদের অস্তিত্ব লৌহ যুগ (আনু. ১১০০—৫০০ খ্রিস্টপূর্ব) থেকে সত্যায়িত। মদ্র উপজাতির সদস্যদের মদ্রক বলা হত।[১]
মদ্র অঞ্চল উত্তর-মদ্র, দক্ষিণ-মদ্র, এবং প্রধান মদ্র এভাবে বিভক্ত ছিল:[১]
মদ্রকগণ, সেইসাথে প্রতিবেশী কেকয় এবং উশীনারা উপজাতিরা ঋগ্বেদিক আনু উপজাতির বংশধর যারা মধ্য পাঞ্জাব অঞ্চলে পারুশিনী নদীর কাছে বাস করত, একই এলাকায় যেখানে মদ্রকরা পরবর্তীতে ছিল।[১]
ব্রাহ্মণ যুগের বেশ কিছু বৈদিক পণ্ডিত ছিলেন মদ্র থেকে, যার মধ্যে ছিলেন শাকল্য, যিনি বৈদেহ রাজা জনকের দরবারের সদস্য ছিলেন, সেইসাথে মদ্রাগার শৌঙ্গায়নী এবং উদ্দালক আরুণীর শিক্ষক পতঞ্চল কাপ্য।[১]
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে, কেকয়, উশীনর এবং শিবি সহ মদ্রকরা গান্ধার রাজ্যের আধিপত্যের অধীনে পড়ে, যা ছিল উত্তর-পশ্চিম লৌহ যুগের দক্ষিণ এশিয়ার প্রধান সাম্রাজ্য শক্তি।[২]
খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে, মদ্রক রাজার কন্যা ক্ষেমা, মাগধী রাজা বিম্বিসারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,[১] যিনি নিজে মদ্রকদের সুজারেন, গান্ধারী রাজা পুক্কুসাতির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন।[১]
মদ্রকদের মহাকাব্য হিন্দু সাহিত্যে, বিশেষ করে রামায়ণ এবং মহাভারতে দেখা যায়। পরবর্তীকালে, কুরু রাজা পাণ্ডুর স্ত্রী ছিলেন একজন মদ্রক রাজকন্যা যার নাম মাদ্রী, যে রাজ্য থেকে তিনি ছিলেন তার নামানুসারে।