মধু | |
---|---|
জন্ম | মধুবালা ২৬ মার্চ ১৯৬৯[১] |
দাম্পত্য সঙ্গী | আনন্দ শাহ (বি. ১৯৯৯) |
সন্তান | ২ |
আত্মীয় | হেমা মালিনী (মাসী) |
মধু (জন্মঃ ১৯৬৯) হচ্ছেন ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন।[২][৩][৪] তার অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো হচ্ছে ফুল অর কাঁটে (হিন্দি, ১৯৯১), রোজা (তামিল, ১৯৯২), তেলুগু চলচ্চিত্র অল্লরি প্রিয়ুড়ু (১৯৯২), মালয়ালম চলচ্চিত্র ইয়োধা (১৯৯২) এবং এস. শঙ্কর পরিচালিত তামিল চলচ্চিত্র জেন্টলম্যান (১৯৯৩)।[৫][৬] রোজা চলচ্চিত্রটির জন্য মধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং মানুষ মূলত তাকে এই চলচ্চিত্রের জন্যই মনে রেখেছে।
মধুর আসল নাম মধুবালা এবং তিনি জাতিগতভাবে একজন একজন তামিল।[২] অভিনেত্রী হেমা মালিনী যিনিও একজন তামিল জাতির মানুষ মধুর মসী হন।[৫]