![]() | |
সংক্ষেপে | সিএএফএ |
---|---|
গঠিত | ৯ জানুয়ারি ২০১৫ |
ধরন | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | তাশখন্দ, উজবেকিস্তান |
সদস্যপদ | ৬ টি সদস্য দেশের সংস্থা |
প্রেসিডেন্ট | ![]() |
ভাইস প্রেসিডেন্ট | ![]() |
মধ্য এশিয়া ফুটবল এসোসিয়েশন হচ্ছে মধ্য এশিয়ার ফুটবল খেলা দেশসমুহের একটি জোট। [১] সিএএফএ ২০১৪ সালের জুন মাসে নীতিগতভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা অনুমোদিত হয় এবং ২০১৫ সালে জানুয়ারি মাসে এএফসি এশিয়ান কাপ চলাকালিন সময়ে এক্সট্রাঅরডিনারি কংগ্রেসে অনুমোদন লাভ করে।[২] এর ফলে সিএএফএ এএফসির কার্যনিবাহী কমিটির সদস্য হতে পারবে।
২০১৪ সালের ১০ মে ছয়টি সদস্য দেশের প্রতিনিধিগন এশিয়ার নতুন ফুটবল জোন তৈরির সম্ভাবনা সম্পর্কে আলোচনার জন্য এএফসির সভাপতি সালমান আল-খলিফা এর সাথে মিলিত হন। প্রতিনিধি দল ইরান ও আফগানিস্তানের পক্ষ থেকে এএফসি সভাপতিকে আমন্ত্রণ জানান।[৩] ২০১৪ সালের ৯ জুন সাও পাওলোতে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে নতুন জোন তৈরির অনুমোদন দেয়।[৪]
সিএএফএ ছয় সদস্য সদস্য সমন্বয়ে গঠিত।এঁরা সকলেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য।
কোড | সংঘ | জাতীয় ফুটবল দল | জাতীয় ফুটসাল দল | জাতীয় বীচ সকার দল |
প্রতিষ্ঠিত | ফিফা অধিভুক্তি |
এএফসি অধিভুক্তি |
সিএএফএ অধিভুক্তি |
আইওসি সদস্য | প্রাক্তন ফেডারেশন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
AFG | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৭ ) মহিলা | পুরুষদের | পুরুষদের | ১৯৩৩ | ১৯৪৮ | ১৯৫৪ | ২০১৫ | হ্যাঁ | সাফ (২০০৫–২০১৪) |
IRN | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৯ · অ১৭ ) মহিলাদের ( অ১৯ · অ১৭ ) | পুরুষদের(অ২০)
মহিলাদের |
পুরুষদের | ১৯২০ | ১৯৪৮ | ১৯৫৪ | ২০১৫ | হ্যাঁ | ডব্লিউএএফএফ (২০০১–২০১৪) |
KGZ | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৭ ) মহিলা | পুরুষদের | - | ১৯৪৬ | ১৯৯৪ | ১৯৯৪ | ২০১৫ | হ্যাঁ | |
TJK | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৭ ) মহিলা | পুরুষদের | - | ১৯৩৬ | ১৯৯৪ | ১৯৯৪ | ২০১৫ | হ্যাঁ | |
TKM | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৭ ) মহিলা | পুরুষদের | - | ১৯৯২ | ১৯৯৪ | ১৯৯৪ | ২০১৫ | হ্যাঁ | |
UZB | ![]() |
পুরুষদের ( অ২১ · অ১৭ ) মহিলাদের ( অ১৯ ) | পুরুষদের
মহিলাদের |
পুরুষদের | ১৯৪৬ | ১৯৯৪ | ১৯৯৪ | ২০১৫ | হ্যাঁ |
সংঘ | জাতীয় ফুটবল লিগস | জাতীয় ফুটবল কাপ | সুপার কাপ |
---|---|---|---|
![]() |
আফগান প্রিমিয়ার লীগ | - | - |
![]() |
পার্সিয়ান গাল্ফ প্রো লীগ কাউসার মহিলা ফুটবল লীগ |
হাজফি কাপ | ইরানির সুপার কাপ |
![]() |
কিরগিজস্তান শীর্ষ লীগ কিরগিজস্তান মহিলা চ্যাম্পিয়নশিপ |
কিরগিজিস্তান কাপ | কিরগিজস্তান সুপার কাপ |
![]() |
তাজিকিস্তান উচ্চতর লীগ | তাজিকিস্তান কাপ | তাজিকিস্তান সুপার কাপ |
![]() |
তুর্কমেনিস্তান উচ্চতর লীগ | তুর্কমেনিস্তান কাপ | তুর্কমেনিস্তান সুপার কাপ |
![]() |
উজবেকিস্তান সুপার লিগ উজবেক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ |
উজবেকিস্তান কাপ | উজবেকিস্তান সুপার কাপ |
জাতীয় পুরুষ দলসমুহ[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিং অনুসারে-
সর্বশেষ হালনাগাদ ৪ ফেব্রুয়ারি, ২০১৬।[১২] |
পুরুষ দল সমুহের নেতৃত্বে আছে: ![]()
|
জাতীয় মহিলা দলসমুহ[সম্পাদনা]
সর্বশেস হালনাগাদ ১৮ ডিসেম্বর ২০১৫।[১৩]
|
মহিলা দল সমুহের নেতৃত্বে আছে: ![]()
|
পদ | নাম | কার্যকাল |
---|---|---|
প্রেসিডেন্ট | ![]() |
২০১৫ - |
ভাইস প্রেসিডেন্ট | ![]() |
২০১৫ - |
মহাসচিব | ![]() |
২০১৫ - |
সহকারী সহাসচিব | ![]() |
২০১৫ - |
এএফসি ভাইস প্রেসিডেন্ট | ![]() |
২০১৫ - |
মহিলা মহাসচিব | ![]() |
২০১৫ - |