ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মনবীর সিং | ||
জন্ম | ৬ নভেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | দুহরে, পাঞ্জাব, ভারত | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোহনবাগান সুপার জায়ান্ট | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
রাউন্ডগ্লাস পাঞ্জাব | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | রাউন্ডগ্লাস পাঞ্জাব | ৭ | (৪) |
২০১৬–২০১৭ | মোহামেডান | ৬ | (২) |
২০১৬–২০১৭ | সাউদার্ন সমিতি | ৫ | (০) |
২০১৭–২০২০ | গোয়া | ৪৭ | (৩) |
২০২০– | মোহনবাগান সুপার জায়ান্ট | ২৩ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১৭ | ভারত অনূর্ধ্ব-২৩ | ৩ | (১) |
২০১৭– | ভারত | ২৭ | (৫) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫১, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মনবীর সিং (হিন্দি: मनवीर सिंह, ইংরেজি: Manvir Singh; জন্ম: ৬ নভেম্বর ১৯৯৫) হলেন একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ভারত জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ভারতীয় ফুটবল ক্লাব রাউন্ডগ্লাস পাঞ্জাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মনবীর ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৫–১৬ মৌসুমে, ভারতীয় ক্লাব রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে মাত্র এক মৌসুমে ৭ ম্যাচে ৪টি গোল করার পর ২০১৬–১৭ মৌসুমে তিনি মোহামেডানে যোগদান করেছেন। মোহামেডানে ১ মৌসুম অতিবাহিত করার পর সাউদার্ন সমিতির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি গোয়ার হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি গোয়া হতে ভারতীয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান করেছেন।
২০১৭ সালে, মনবীর ভারত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ৫টি গোল করেছেন।
মনবীর সিং ১৯৯৫ সালের ৬ই নভেম্বর তারিখে ভারতের পাঞ্জাবের দুহরেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মনবীর ভারত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
২০১৭ সালের ১৯শে আগস্ট তারিখে, মাত্র ২১ বছর, ৯ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মনবীর মরিশাসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৮৮তম মিনিটে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় জেজে লালপেখলুয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ২২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি ভারত ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪][৫] ভারতের হয়ে অভিষেকের বছরে মনবীর সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ও ২১ দিন পর, ভারতের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬][৭] ২০১৮ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে, মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচের ৪৪তম মিনিটে জেরি লালরিনজুলার অ্যাসিস্ট হতে ভারতের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৮][৯]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ভারত | ২০১৭ | ২ | ০ |
২০১৮ | ৪ | ৩ | |
২০১৯ | ৯ | ০ | |
২০২১ | ১২ | ২ | |
সর্বমোট | ২৭ | ৫ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ৯ সেপ্টেম্বর ২০১৮ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ | মালদ্বীপ | ২–০ | ২–০ | ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ | [২][৪][৫] |
২ | ১২ সেপ্টেম্বর ২০১৮ | পাকিস্তান | ১–০ | ৩–১ | [১০][১১][১২] | ||
৩ | ২–০ | ||||||
৪ | ২৫ মার্চ ২০২১ | মাকতুম বিন রাশিদ আল মাকতুম স্টেডিয়াম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত | ওমান | ১–১ | ১–১ | প্রীতি ম্যাচ | [১৩][১৪][১৫] |
৫ | ১৩ অক্টোবর ২০২১ | মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে, মালদ্বীপ | মালদ্বীপ | ১–০ | ৩–১ | ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ | [১৬][১৭][১৮] |