মনীষা কৈরালা | |
---|---|
জন্ম | মনিষা কোইরালা ১৬ আগস্ট ১৯৭০ |
নাগরিকত্ব | নেপালি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সম্রাট দাহাল (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২) |
পিতা-মাতা | প্রকাশ কৈরালা (পিতা) সুষমা কৈরালা (মাতা) |
আত্মীয় | দেখুন কৈরালা পরিবার |
মনীষা কৈরালা বা মনিষা কোইরালা (নেপালি: मनिषा कोइराला, ১৬ আগস্ট ১৯৭০) হলেন একজন নেপালি অভিনেত্রী, যিনি প্রধানত বলিউড (হিন্দি) চলচ্চিত্রে কাজ করে থাকেন।[১] তিনি নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালা কন্যা এবং নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী। কর্মজীবনে কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১ সালে নেপাল রাজ্য তাকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহুয় ভূষিত করে।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কৈরালা মঞ্চে পরিবেশনার সাথে জড়িত এবং তার জরায়ুর ক্যান্সার নিয়ে রচিত উপন্যাস হিলড রচনায় সাহায্য করেন। কৈরালা ১৯৯৯ সালে ইউএনপিএফের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণকার্যের সাথে জড়িত ছিলেন। তিনি নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার ও ক্যান্সার বিষয়ক সচেতনতায় কাজ করেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার সওদাগর ছিলো মনীষা অভিনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র।
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
বছর | চলচ্চিত্র | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
১৯৯১ | সওদাগর | রাধা | |
১৯৯৫ | বম্বে | শায়লা | তামিল চলচ্চিত্র |
১৯৯৫ | আকেলে হাম আকেলে তুম | কিরণ | |
১৯৯৫ | গুড্ডু | সালিনা গুপ্ত | |
১৯৯৫ | ক্রিমিনাল | শ্বেতা | |
১৯৯৬ | খামোশি: দ্যা মিউজিক্যাল | এ্যানি | |
১৯৯৮ | দিল সে.. | মেঘনা | |
১৯৯৮ | আচানক | পূজা | |
১৯৯৯ | মুদালভান | দেনমোড়ি | তামিল চলচ্চিত্র |
১৯৯৯ | মন | প্রিয়া বর্মা | |
২০০১ | আলাভান্দান | শর্মিলী | তামিল চলচ্চিত্র |
২০০২ | বাবা | চমুন্ডেশ্বরী | তামিল চলচ্চিত্র |
২০০৫ | মুম্বাই এক্সপ্রেস | আহাল্য | তামিল চলচ্চিত্র |
২০১৯ | প্রস্থানাম | সুকমিনি প্রতাপ সিং |