মনোওয়াই, নেব্রাস্কা | |
---|---|
গ্রাম | |
![]() দক্ষিণ দিক থেকে মনোওয়াই প্রবেশের সময় জনসংখ্যার সাইন দেখা যায় (২০০৭) | |
![]() বয়েড কাউন্টির মধ্যে অবস্থান | |
![]() মনোওয়াইর বিস্তারিত মানচিত্র | |
যুক্তরাষ্ট্রের মানচিত্রে মনোওয়াইয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪২°৪৯′৪৪″ উত্তর ৯৮°১৯′৪৫″ পশ্চিম / ৪২.৮২৮৮৯° উত্তর ৯৮.৩২৯১৭° পশ্চিম | |
দেশ | ![]() |
অঙ্গরাজ্য | ![]() |
কাউন্টি | বয়েদ |
সরকার | |
• মেয়র | এলসি এম. আইলার (রিপাবলিকান)[১] |
আয়তন[২] | |
• মোট | ০.২১ বর্গমাইল (০.৫৫ বর্গকিমি) |
• স্থলভাগ | ০.২১ বর্গমাইল (০.৫৫ বর্গকিমি) |
• জলভাগ | ০.০০ বর্গমাইল (০.০০ বর্গকিমি) |
উচ্চতা | ১,৩২৯ ফুট (৪০৫ মিটার) |
জনসংখ্যা (২০১০)[৩] | |
• মোট | ১ |
• আনুমানিক (২০১৯)[৪] | ১ |
• জনঘনত্ব | ৪.৭২/বর্গমাইল (১.৮২/বর্গকিমি) |
সময় অঞ্চল | কেন্দ্রীয় (সিএসটি) (ইউটিসি-৬) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি-৫) |
জিপ কোড | ৬৮৭৪৬ |
এলাকা কোড | ৪০২ |
এফআইপিএস কোড | ৩১-৩২৫৫০[৫] |
জিএনআইএস ফিচার আইডি | ০৮৩১৩৭৯[৬] |
মনোওয়াই (ইংরেজি: Monowi; উচ্চারণ: /ˈmɒnoʊwaɪ/) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের বয়েড কাউন্টির অন্তর্ভুক্ত একটি গ্রাম। ২০১০ সালের জরীপ অনুসারে এর জনসংখ্যা মাত্র ১। এমন জনসংখ্যা যুক্তরাষ্ট্রের আর কোন পৌরসভাতে নেই।[৭][৮] জায়গাটির একমাত্র বাসিন্দা এলসি আইলার এবং তিনিই এই গ্রামের মেয়র, লাইব্রেরিয়ান এবং বারটেন্ডার। আর এ কারণেই এটি মানুষের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।[৯][১০]
এক অজানা নেটিভ আমেরিকান ভাষামতে মনোওয়াই শব্দটির অর্থ 'ফুল'।[১১][১২] স্থানটিতে অনেক বুনো ফুল থাকার কারণেই এর নাম মনোওয়াই রাখা হয়।[১৩]
ঐতিহাসিক জনসংখ্যা | |||
---|---|---|---|
আদমশুমারি | জন. | %± | |
১৯১০ | ১০৯ | — | |
১৯২০ | ১০০ | −৮.৩% | |
১৯৩০ | ১২৩ | ২৩.০% | |
১৯৪০ | ৯৯ | −১৯.৫% | |
১৯৫০ | ৬৭ | −৩২.৩% | |
১৯৬০ | ৪০ | −৪০.৩% | |
১৯৭০ | ১৬ | −৬০.০% | |
১৯৮০ | ১৮ | ১২.৫% | |
১৯৯০ | ৬ | −৬৬.৭% | |
২০০০ | ২ | −৬৬.৭% | |
২০১০ | ১ | −৫০.০% | |
আনু. ২০১৯ | ১ | [৪] | ০.০% |
U.S. Decennial Census[১৪] 2012 Estimate[১৫] |
মনোওয়াই গ্রামের পরিকল্পনা করা হয় ১৯০২ সালে, যখন ফ্রিমনট, এলখরন এবং মিসউরি রেল রোড ওই স্থান পর্যন্ত প্রসারিত করা হয়।[১৬] একই সালে সেখানে একটি ডাকঘর স্থাপন করা হয় এবং ১৯৬৭ সাল পর্যন্ত এটি কার্যকর ছিল।[১৭]
১৯৩০ এর দশকে মনোওাইর সর্বোচ্চ সমৃদ্ধি দেখা যায়। এ সময় এর জনসংখ্যা ছিল ১৫০।[১৮][১৯] গ্রেট প্লেইন্স এর অন্যান্য ক্ষুদ্র সম্প্রদায়ের মত এখানকার তরুণ বাসিন্দারাও ভালো চাকরির জন্য শহরাঞ্চলে চলে যায়। ২০০০ সালের জরীপ অনুসারে এই গ্রামের জনসংখ্যা ছিল ২। রুডি এবং এলসি আইলার নামের এক দম্পতি এখানে থাকতেন।[১৮] ২০০৪ সালে রুডি মারা যাবার পর এলসি একাই এখানে থাকেন। তিনিই স্থানটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তিনি নিজেই নিজেকে মদের লাইসেন্স এবং কর প্রদান করেন। গ্রামের চারটি স্ট্রিট লাইটের রাষ্ট্রীয় তহবিল পাওয়ার জন্য তাকে প্রতি বছর একটি পৌর সড়ক পরিকল্পনা তৈরি করতে হয়।[২০]
গ্রামটি পরিত্যক্ত থাকা সত্ত্বেও এখানে মনোওয়াই ট্যাভার্ন নামের একটি বার আছে। যাত্রী বা ভ্রমণকারীদের জন্য এই বারটির পরিচালনার কাজ এলসি নিজেই করেন। এছাড়াও রুডির স্মরণে প্রতিষ্ঠিত পাঁচ হাজার বই বিশিষ্ট রুডি'স লাইব্রেরিও পরিচালনা করেন তিনি।[১৮]
মার্কিন আদমশুমারি তথ্য অনুযায়ী এই গ্রামের মোট আয়তন ০.২১ বর্গ মাইল (০.৫৪ বর্গ কিমি)।[২১] নেব্রাস্কার উত্তরপূর্বের বয়েড কাউনটির সুদূর পূর্বে অবস্থিত এ গ্রাম। এটি নিওব্রারা নদী এবং মিসউরি নদীর মাঝখানে অবস্থিত।[২২] মনোওয়াইর নিকটতম লোকালয় লিঞ্চ প্রায় ৬.৯২ মাইল (১১.১৪ কিমি) দূরে অবস্থিত।[২৩][২৪] গ্রামটি অরনাহা থেকে প্রায় ১৯৩.৯৭ মাইল (৩১২.১৬ কিমি) দূরে অবস্থিত।[২৩][২৫]
মনোওয়াইয়ের আদমশুমারির তথ্য এর কিছু অনন্য বৈশিষ্ট্যকে তুলে ধরে। ২০১০ এর জরীপ অনুসারে:[৩]
এলাকাটি লিঞ্চের লিঞ্চ পাবলিক স্কুলস জেলার আওতাভুক্ত।[২৬]
১৯৯০ এর জনগণনার পর মনোওয়াইর মেয়র এলসি আইলার রেডিও সম্প্রচারক পল হারভির সঙ্গে যোগাযোগ করেন। তিনি এক সম্প্রচারে মনোওয়াইর জনগণনার একটি ভুল তুলে ধরেন।[২৭]
আরবিজ[২৮] এবং প্রুডেনশিয়াল[২৯] এর টিভি বিজ্ঞাপনে এই গ্রামটি প্রদর্শিত হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞাপনের পোস্টারের প্রথম স্থান হিসেবে মনোওয়াইকে ব্যবহার করা হয়। এটি শেষ হয় ২০১৮ সালের ১৩ জুনে।[৩০]