মনোজ কুমার

মনোজ কুমার
২০১২ সালে মনোজ কুমার
জন্ম
হরিকিষণ গিরি গোস্বামী

(1937-07-24) ২৪ জুলাই ১৯৩৭ (বয়স ৮৭)
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯৩৭–১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-বর্তমান)
অন্যান্য নামভারত কুমার
মাতৃশিক্ষায়তনহিন্দু কলেজ, দিল্লি
পেশাঅভিনেতা
চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৫৭-১৯৯৯
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীশশী গোস্বামী
সন্তান
আত্মীয়রাজীব গোস্বামী (ভাই)
মনীষ আর গোস্বামী (ভাই)
সম্মাননাপদ্মশ্রী (১৯৯২)
দাদাসাহেব ফালকে পুরস্কার (২০১৫)

মনোজ কুমার (জন্ম: হরিকিষণ গিরি গোস্বামী;[] ২৪ জুলাই ১৯৩৭), ভারত কুমার নামেও পরিচিত, হলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, ও লেখক। তিনি মূলত বলিউডে কাজ করে থাকেন। তিনি তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে একটি দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দুটি রাজ্য সরকার পুরস্কার। এছাড়া তিনি ৮টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।[]

১৯৫৭ সালে ফ্যাশন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি উপকার (১৯৬৭) চলচ্চিত্রের জন্য দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনি, শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৭২ সালে তিনি বেঈমান চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং ১৯৭৩ সালে শোর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি রোটি কাপড়া অউর মাকান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আরেকটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মনোজ কুমার ১৯৩৭ সালের ২৪শে জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাব্‌টাবাদে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম হরিকিষণ গিরি গোস্বামী। তার যখন ১০ বছর বয়স, তার পরিবার দেশ বিভাজনের কারণে জন্দিয়ালা শের খান থেকে দিল্লিতে চলে আসে।[] তার পরিবার উদ্বাস্তু হিসেবে বিজয় নগর, কিংসওয়ে ক্যাম্প ও পরে নতুন দিল্লির পুরনো রাজেন্দ্র নগরে বসবাস করে।

কুমার দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজে পড়াশোনা করেন। স্নাতক সম্পন্ন করে তিনি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

বেসামরিক সম্মাননা

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

[সম্পাদনা]

রাজ্য সরকার পুরস্কার

[সম্পাদনা]

ফিল্মফেয়ার পুরস্কার

[সম্পাদনা]
বিজয়ী
মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ভার্গিস, সানা মারিয়া (৮ মে ২০১১)। "'I left behind a can of marbles in Abbotabad after Partition'" (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১ 
  2. কুমার, অনুজ (১০ মার্চ ২০১৬)। "Know your Bharat"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ১১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১ 
  3. বিজয়কর, রাজীব। "A patriot at heart"ডেকান হেরাল্ড (ইংরেজি ভাষায়)। DHNS। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]