মন্ত্র-রক ড্যান্স

হার্ভে  ডব্লিউ. কোহেনের দ্য মন্ত্র-রক ডান্স পোস্টার (১৯৬৬ সালের ডিসেম্বর মাসে তৈরি)

মন্ত্র-রক ড্যান্স ছিল সান ফ্রান্সিস্কোর অ্যাভালন বলরুমে ১৯৬৭ সালের ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত একটি প্রতি-সংস্কৃতির সঙ্গীত অনুষ্ঠান।[] এটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) অনুসারীগণ সংস্থার প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্য বৃহত্তর জনসাধারণকে সম্বোধন করার একটি সুযোগ হিসাবে আয়োজন করেছিলেন।[] এটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে তাঁদের প্রথম কেন্দ্রের জন্য একটি প্রচারমূলক ও তহবিল সংগ্রহের প্রচেষ্টাও ছিল।[][]

সেই সময়ের সবচেয়ে বিশিষ্ট ক্যালিফোর্নীয় রক দলগুলি মন্ত্র-রক ড্যান্সের সঙ্গে যুক্ত ছিল, যেমন গ্রেটফুল ডেড[][]জেনিস জপলিন সহ বিগ ব্রাদার অ্যান্ড দি হোল্ডিং কোম্পানি,[] সেইসঙ্গে তৎকালীন তুলনামূলকভাবে অপরিচিত মবি গ্রেপও অনুষ্ঠানে উপস্থিত ছিল।[][] ব্যান্ডগুলি প্রভুপাদের সঙ্গে উপস্থিত হতে এবং বিনামূল্যে অনুষ্ঠান করতে সম্মত হয়েছিল; আয়ের অর্থ স্থানীয় হরে কৃষ্ণ মন্দিরে দান করা হয়েছিল।[] প্রতি-সাংস্কৃতিক নেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানের জনপ্রিয়তাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল; তাঁদের মধ্যে প্রভুপাদের সঙ্গে মঞ্চে হরে কৃষ্ণ মন্ত্র গাওয়ার নেতৃত্ব প্রদানকারী কবি অ্যালেন গিন্সবার্গ, এবং এলএসডি প্রবর্তক টিমোথি লিরিতৃতীয় অগাস্টাস ওসলে স্ট্যানলি ছিলেন।[][১০]

পরবর্তীতে, মন্ত্র-রক ড্যান্স কনসার্টটিকে "চূড়ান্ত উচ্চ"[][১১] ও "সান ফ্রান্সিসকো হিপ্পি যুগের প্রধান আধ্যাত্মিক ঘটনা" বলা হয়।[] এটি প্রভুপাদ ও তাঁর অনুগামীদের জন্য অনুকূল মিডিয়া বহিঃপ্রকাশের দিকে পরিচালিত করেছিল,[১২] এবং হরে কৃষ্ণ আন্দোলনকে ব্যাপকভাবে আমেরিকান জনসাধারণের মনোযোগের দিকে নিয়ে আসে।[] মন্ত্র-রক ড্যান্সের ৪০তম বার্ষিকী ২০০৭ সালে ক্যালিফোর্নিয়ার বার্কলিতে স্মরণ করা হয়েছিল।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কোহেন ১৯৯১, পৃ. ১০৬
  2. এলউড ১৯৮৯, পৃ. ১০৬
  3. ক্রিসাইডস ও উইলকিনস ২০০৬, পৃ. ২১৩
  4. গ্রিন ২০০৭, পৃ. ৮৫
  5. শিন্ডার ও শোয়ার্টজ ২০০৮, পৃ. ৩৩৫
  6. বাকলি ২০০৩, পৃ. ৪৪৪
  7. বাকলি ২০০৩, পৃ. ৯১
  8. গোস্বামী ও দাসী ২০১১, পৃ. ১৬০
  9. সিগল ২০০৪, পৃ. ৮–১০
  10. ক্রিসাইডস ২০০১, পৃ. ১৭৩
  11. এলউড ও পার্টিন ১৯৮৮, পৃ. ৬৮
  12. গোস্বামী ও দাসী ২০১১, পৃ. ২০১, ২৬২, ২৭৭
  13. "Arts Calendar"বার্কলি ডেইলি প্ল্যানেট। ১৭ আগস্ট ২০০৭। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩