মমতা পূজারি (জন্ম ১৯৮৬) একজন ভারতীয় পেশাদার আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়। তিনি ভারতীয় মহিলা কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক এবং কর্ণাটক সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার রাজজ্যোৎসব প্রশস্তিতে ভূষিত হয়েছেন। কাবাডিতে তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ, ২০১৪ সালের ২রা সেপ্টেম্বর, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করেন।[১]
মমতা পূজারি ১৯৮৬ সালে কর্ণাটকেরউডুপি জেলার কারকালা তালুকে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে বোজা পূজারি এবং কিট্টি পূজারি। তাঁর মাতৃভাষা টুলু । তিনি বর্তমানে ভারতীয় রেলওয়ের দক্ষিণ মধ্য রেলওয়ে জোনে নিযুক্ত। মমতা হারমুন্ডে এবং আজেকারে তাঁর স্কুল পড়া শেষ করেন এবং ম্যাঙ্গালোরের শ্রী গোকারনাথেশ্বর কলেজ থেকে স্নাতক হন।
তাঁর স্কুল জীবনকালে তিনি সক্রিয়ভাবে ভলিবল, শট-পুট এবং কাবাডির মতো খেলাধুলায় জড়িত ছিলেন। কিন্তু কাবাডির প্রতি আবেগ ছিল সিদ্ধান্তমূলক। তিরুনেলভেলিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সময় থেকে তিনি কাবাডিতে পুরস্কার জিততে শুরু করেন। সেখানে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। তিনি হিঙ্গাত এবং দাদারে অনুষ্ঠিত উন্মুক্ত কাবাডি টুর্নামেন্টেও পদক জিতেছিলেন। যে ভারতীয় কাবাডি দলটি ২০০৬ সালে কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া গেমসে সোনা জিতেছিল, মমতা সেই দলের অংশ ছিলেন।