ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ময়ূখা জনি মাতালিকুন্নেল[১] |
জাতীয়তা | ভারতীয় |
জন্ম | কুরাচান্দ কোঝিকোড় জেলা, কেরালা, ভারত | ৯ এপ্রিল ১৯৮৮
উচ্চতা | ১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)[২] |
ওজন | ৫৮ কেজি (১২৮ পা) (2014)[২] |
ক্রীড়া | |
দেশ | ভারত |
ক্রীড়া | ট্র্যাক অ্যান্ড ফিল্ড |
বিভাগ | লং জাম্প ট্রিপল জাম্প |
সাফল্য ও খেতাব | |
ব্যক্তিগত সেরা | ট্রিপল জাম্প: ১৪.১১ মিটার (কৌবে ২০১১)[৩] লং জাম্প: ৬.৬৪ মিটার (নতুন দিল্লি ২০১০)[৪] |
9 August 2010 তারিখে হালনাগাদকৃত |
ময়ূখা জনি (জন্ম ৯ এপ্রিল ১৯৮৮) একজন ভারতের কেরল অঞ্চলের একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট যিনি লং জাম্প এবং ট্রিপল জাম্পে বিশেষজ্ঞ। বর্তমানে ভারতের ট্রিপল জাম্পে মহিলাদের জাতীয় রেকর্ড (১৪.১১ মিটার / ৪৬ ফিট ৩.৫ ইঞ্চি) ওনার দখলে। ভারতীয় মেয়েদের মধ্যে উনিই প্রথম ১৪ মিটার দূরত্ব অতিক্রম করেন।[৩]
ভারতের কেরালা প্রদেশের কোঝিকোড় জেলার অন্তর্গত কুরাচান্দ-এ ৯ এপ্রিল ১৯৮৮ সালে ময়ূখা জনির জন্ম। বাবা এম ডি জনি ছিলেন মিঃ বোম্বে জয়ী বডিবিল্ডার।[৫] ওনার বর্তমান কোচ শ্যাম কুমার।