মরটিস | |
---|---|
![]() মরটিস লিইকেস্টারে ২০০৫ সালে গান গাইছেন | |
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | অসলো, নরওয়ে |
ধরন | অ্যাম্বিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল রক |
কার্যকাল | ১৯৯৩–বর্তমান |
লেবেল | ইয়ারাচি রেকর্ডস কোল্ড মিট ইন্ডাস্ট্রি |
সদস্য | হাভার্ড ইলেফসেন লেভি গাউরন ওগিই |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
মরটিস নরওয়ের নটড্ডেন অঞ্চলের একটি ব্যান্ড যার প্রধান ব্যক্তি হলেন হাভার্ড ইলেফসেন যিনি ঐ একই নামধারী। এটা আসলে ইলেফসেনের একটি একক কাজ ছিল একটি গল্পকে বহন করার জন্য। পরে তা ব্যান্ডের রূপধারণ করে।
মরটিস তার সংগীত জীবন শুরু করে বেজ গিটারিস্ট হিসেবে ব্ল্যাক মেটাল ব্যান্ড এম্পাররের সাথে। দু’বছর তাদের সাথে কাজ করার পর তিনি তার একক প্রজেক্ট শুরু করেন যা ছিল তার ব্যান্ডের থেকে একেবারেই ভিন্ন ডার্ক অ্যাম্বিয়েন্ট ধাঁচের। মরটিস অ্যালিস কুপার, কিস ও ওয়াসপ ব্যান্ড দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।[১] তারা মঞ্চে ওঠার আগে ভূট্টার ময়দা দিয়ে নিজেদের আবৃত্ত করেন। মরটিস তার মঞ্চের কাপড় চোপড় কালো টেপ দিয়ে সারাই করেন। ২০০৫ সালে নরওয়েজিয়ান সংস্কৃতি পরিষদ তার অ্যালবাম দ্যা গ্রাজকে সারা দেশের গ্রন্থাগারে শোনার ব্যবস্থা করেন।[২]