মরিগাঁও জেলা

মরিগাঁও জেলা
জেলা
আসামের মানচিত্রে মরিগাঁও জেলার অবস্থান
আসামের মানচিত্রে মরিগাঁও জেলার অবস্থান
দেশ ভারত
রাজ্যঅসম
সদরমরিগাঁও
আয়তন
 • মোট১,৫৫০ বর্গকিমি (৬০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৯,৫৭,৮৫৩
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
ওয়েবসাইটwww.morigaon.nic.in
সারোং বিল

মরিগাঁও জেলা (অসমীয়া: মৰিগাঁও জিলা) (ইংরেজি: Marigaon district); (উচ্চারণ: mʌrɪˈgãʊ) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। এজেলার সদরদপ্তর হচ্ছে মরিগাঁও। অতীতে মরিগাঁও নগাঁও জেলার অন্তৰ্গত ছিল। ১৯৮৯ সনে এটিকে স্বকীয় জেলারূপে স্বীকৃতি দেয়া হয়।

ভূগোল

[সম্পাদনা]

মরিগাঁও জেলার মোট আয়তন হচ্ছে ১,৭০৪ বৰ্গ কি.মি. ৷ জেলার উত্তর দিকে ব্রহ্মপুত্র নদ, পূর্বদিকে নগাঁও জেলা, দক্ষিণ দিকে কার্বি আংলং জেলা এবং পশ্চিম দিকে কামরূপ মহানগর জেলা

ইতিহাস

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জলবায়ু

[সম্পাদনা]

প্ৰশাসন

[সম্পাদনা]

জনগোষ্ঠী

[সম্পাদনা]

দৰ্শনীয় স্থান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]