মরিগাঁও জেলা | |
---|---|
জেলা | |
আসামের মানচিত্রে মরিগাঁও জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | অসম |
সদর | মরিগাঁও |
আয়তন | |
• মোট | ১,৫৫০ বর্গকিমি (৬০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৫৭,৮৫৩ |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | www.morigaon.nic.in |
মরিগাঁও জেলা (অসমীয়া: মৰিগাঁও জিলা) (ইংরেজি: Marigaon district); (উচ্চারণ: mʌrɪˈgãʊ) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। এজেলার সদরদপ্তর হচ্ছে মরিগাঁও। অতীতে মরিগাঁও নগাঁও জেলার অন্তৰ্গত ছিল। ১৯৮৯ সনে এটিকে স্বকীয় জেলারূপে স্বীকৃতি দেয়া হয়।
মরিগাঁও জেলার মোট আয়তন হচ্ছে ১,৭০৪ বৰ্গ কি.মি. ৷ জেলার উত্তর দিকে ব্রহ্মপুত্র নদ, পূর্বদিকে নগাঁও জেলা, দক্ষিণ দিকে কার্বি আংলং জেলা এবং পশ্চিম দিকে কামরূপ মহানগর জেলা।