Sisymbrium irio | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Tracheophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Brassicales |
পরিবার: | Brassicaceae |
গণ: | Sisymbrium |
প্রজাতি: | Sisymbrium irio |
দ্বিপদী নাম | |
Sisymbrium irio L. | |
প্রতিশব্দ | |
Sisymbrium pinnatifidum Forssk. |
মরু সরিষা (বৈজ্ঞানিক নাম: Sisymbrium irio) (ইংরেজি: London rocket, লন্ডন রকেট) [১] হচ্ছে Brassicaceae পরিবারের Sisymbrium গণের একটি গুল্মজাতীয় উদ্ভিদ।
মরু-সরিষা শহরের ফুটপাতেও জন্মায়। সিমেন্টের নির্মিত রাস্তা, পোড়ামাটির মধ্যেও এরা জন্মাতে পারে। এদের পাতা সবুজ, লম্বা ও খাঁজ কাটা হয়। এদের ফুল হলুদ রঙের হয়। এদের উচ্চতা তিন ফুট পর্যন্ত হয়। ফল দেখতে লম্বা হয় এবং পাকলে সবুজ দেখায়।
মরু-সরিষার ভিতর পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি প্রচুর খাদ্য-উপাদান থাকে। বেদুইন তামাক বিকল্প হিসেবে এর পাতার ব্যবহার করত।[২]
কফ, কাশি, ঠান্ডা জ্বর, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, যকৃৎ ও প্লীহার রোগে জন্য এটি কার্যকরী ভুমিকা রাখে।
ভূমধ্যসাগর বেষ্টনকারী দেশগুলোতে এদের উদ্ভব এবং বেশি দেখা যায়। এছাড়া ভারত, পাকিস্তান, উত্তর আমেরিকা ও মেক্সিকোসহ পৃথিবীর বহু দেশে এখন এদের বিস্তৃত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |