মলদোভায় ইসলাম

ইউরোপে ইসলাম
দেশের জনসংখ্যা অনুযায়ী শতকরা হার[]
  ৯০–১০০%
  ৭০–৮০%
কাজাখস্তান
  ৫০–৭০%
  ৩০–৫০%
উত্তর মেসেডোনিয়া
  ১০–২০%
  ৫–১০%
  ৪–৫%
  ২–৪%
  ১–২%
  < ১%

মলদোভাতে মুসলমানদের একটি ছোট্ট সম্প্রদায় রয়েছে, যার সংখ্যা কয়েক হাজার।[]

২০০৫ সালে, ইউরোপীয় সুরক্ষা ও সহযোগিতা সংস্থার সুপারিশ সত্ত্বেও তালগাত মাসায়েভের নেতৃত্বাধীন মুসলিমদের আধ্যাত্মিক সংস্থাটি নিবন্ধন করা হয়নি।[]

২০১১ সালের মার্চ মাসে, মলদোভার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি এনজিও, ইসলামিক লিগ অফ মলদোভা (লিগা ইসলামিক দ্বীন মলদোভা) মলদোভা বিচার মন্ত্রণালয় দ্বারা মলদোভায় প্রথম আইনত স্বীকৃত মুসলিম সংস্থা হিসাবে নিবন্ধিত হয়েছিল। সংস্থাটি ২০০৮ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিল।[]

মলদোভার অর্থোডক্স চার্চ ইসলামের স্বীকৃতির বিরোধিতা করে এবং রক্ষণশীল দলগুলোর সাথে প্রতিবাদে যোগ দেয়।[]

২০১১ সালের হিসাবে আনুষ্ঠানিকভাবে মলদোভাতে মাত্র ২ হাজার মুসলমান ছিল। তবে মলদোভা ইসলামিক লিগের প্রধান সের্গিউ সোচারিকা বলেন যে এই সংখ্যাটি ১৭,০০০ এর কাছাকাছি ছিল, অতীতে ইসলাম দমনের কারণে তারা সবাই মুসলমান হিসাবে নিবন্ধিত ছিল না।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১৪ সালের মলদোভার আদমশুমারি অনুসারে মলদোভাতে ২,০০৯ জন মুসলমান বাস করেন, ২০০৪ সালের আদমশুমারিতে ১,৬৬৭ জন মুসলমান ছিলেন।[] মুসলমানদের বেশিরভাগই কিশিনেভে (৯৮৫ জন) বাস করেন, তার পরে গাগুজিয়া (১৭৬ জন), বালৎসি (৭৬ জন), আনেনি নই (৬৮ জন) এবং কাহুল (৫৪ জন) রয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Religious Composition by Country, 2010-2050"পিউ রিসার্চ সেন্টার। ১২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭ 
  2. US department of state
  3. Forum 18 Search/Archive
  4. Moldovan Muslim Leader 'Disappointed' By Anti-Islamic Remarks
  5. Conservatives Angered By Moldova's Recognition Of Muslims
  6. Moldova's Government Considers Revoking its Formal Recognition of Islam[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. [১]

বহিঃসংযোগ

[সম্পাদনা]