মলদোভীয় ফুটবল ফেডারেশন

মলদোভীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৪ এপ্রিল ১৯৯০; ৩৪ বছর আগে (1990-04-14)[]
সদর দপ্তরকিশিনাউ, মলদোভা
ফিফা অধিভুক্তি১৯৯৪[]
উয়েফা অধিভুক্তি১৯৯৩
সভাপতিমলদোভা লেওনিদ ওলেইনিচেঙ্কো
সহ-সভাপতি
  • মলদোভা মিহাই আনঘেল
  • মলদোভা দ্রাগোস হিঞ্চু
ওয়েবসাইটfmf.md

মলদোভীয় ফুটবল ফেডারেশন (রোমানীয়: Federația Moldovenească de Fotbal, ইংরেজি: Moldovan Football Federation; এছাড়াও সংক্ষেপে এমএফএফ নামে পরিচিত) হচ্ছে মলদোভার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯০ সালের ১৪ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৯৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মলদোভার রাজধানী কিশিনাউয়ে অবস্থিত।

এই সংস্থাটি মলদোভার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মলদোভীয় জাতীয় লীগ, মলদোভীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, মলদোভীয় কাপ, মলদোভীয় নারী কাপ এবং মলদোভীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মলদোভীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লেওনিদ ওলেইনিচেঙ্কো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিকোলাই সেবোতারি।

নিবন্ধিত কর্মকর্তা

[সম্পাদনা]
নিবন্ধিত খেলোয়াড়
পেশাদার ৫২১
অপেশাদার ৬,২১৩
অনূর্ধ্ব-১৮ ২,৪০০
নারী ৮৮
নারী অনূর্ধ্ব-১৮ ২১০
রেফারি (পুরুষ) ১৩৭
রেফারি (নারী)

কর্মকর্তা

[সম্পাদনা]
৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি লেওনিদ ওলেইনিচেঙ্কো
সহ-সভাপতি মিহাই আনঘেল
দ্রাগোস হিঞ্চু
সাধারণ সম্পাদক নিকোলাই সেবোতারি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আলেক্সান্দ্রু গ্রেচু
প্রযুক্তিগত পরিচালক সের্ঘি বুতেলশি
ফুটসাল সমন্বয়কারী আলেক্সান্দ্রু গোলবান
জাতীয় দলের কোচ (পুরুষ) এনগিন ফিরাত
জাতীয় দলের কোচ (নারী) এদুয়ার্দ ব্লানুতা
রেফারি সমন্বয়কারী ভ্লাদিমির আন্তোনভ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]