মল্লিকা সিং | |
---|---|
![]() ২০২১ সালে মল্লিকা সিং | |
জন্ম | জম্মু, জম্মু ও কাশ্মীর, ভারত | ১৫ সেপ্টেম্বর ২০০০
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৫ – বর্তমান |
পরিচিতির কারণ |
|
মল্লিকা সিং (জন্ম: ১৫ সেপ্টেম্বর ২০০০)[১] একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।[২] তিনি রাধাকৃষ্ণ ধারাবাহিকে রাধা,[৩] জয় কানহাইয়া লাল কী–তে লক্ষ্মী[৪][৫] এবং প্রচণ্ড অশোক–এ কারুবকীর চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
২০১৬ সালে মল্লিকা সিং জি টিভির ধারাবাহিক জানবাজ সিন্দবাদ–এ আমিন চরিত্রে অভিনয় করেছিলেন।[৬]
২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তিনি স্টার ভারতের ধারাবাহিক রাধাকৃষ্ণ–এ সুমেধ মুদগলকরের[৭] বিপরীতে কেন্দ্রীয় চরিত্র রাধার ভূমিকায় অভিনয় করেছেন।[৮][৯][১০][১১] এছাড়াও তিনি সীতা, লক্ষ্মী, ভূদেবী, অষ্টলক্ষ্মী, শীতলা, অলক্ষ্মী, বল্লভা, বৃন্দাবনেশ্বরী, মাধবী, ভার্গবী, অম্বাবাঈ ও কিশোরী সহ বেশ কয়েকটি পুনরাবৃত্ত চরিত্রে অভিনয় করেছেন।[১২]
২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত মল্লিকা সিং রাধাকৃষ্ণ–এর প্রিক্যুয়েল ধারাবাহিক জয় কানহাইয়া লাল কী–তে দেবী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন,[১৩] যা স্টার ভারতে সম্প্রচারিত হয়েছিল।
২০২২ সালের মে মাসে তিনি ডিজনি+ হটস্টার–এর ইস্কেপ লাইভ–এ শ্রীনি চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২৪ সালে মল্লিকা সিং সিম্পল সুনি পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র ওন্দু সরল প্রেম কথে–তে বিনয় রাজকুমার এর বিপরীতে অভিনয় করেছেন। এছাড়াও, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি একতা কাপুরের ঐতিহাসিক ধারাবাহিক প্রচণ্ড অশোক–এ আদনান খানের বিপরীতে কারুবকী চরিত্রে অভিনয় করেছেন, যা কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছিল।
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | সূত্র |
---|---|---|---|---|
২০২৪ | ওন্দু সরল প্রেম কথে | মধুরা | কন্নড় | [১৪] |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ – ২০১৬ | জানবাজ সিন্দবাদ | আমিন | [১৫] | |
২০১৮ – ২০২৩ | রাধাকৃষ্ণ | রাধা / লক্ষ্মী / সীতা / ভার্গবী | [১৬][১৭] | |
২০২১ – ২৯২২ | জয় কানহাইয়া লাল কী | লক্ষ্মী | [১৮] | |
২০২২ | স্বয়ম্বর – মিকা দি বোটি | স্বভূমিকা | পর্ব: ২৭ | [১৯][২০] |
২০২৪ | প্রচণ্ড অশোক | কারুবকী | [২১] |
বছর | শিরোনাম | ভুমিকা | সূত্র |
---|---|---|---|
২০২২ | ইস্কেপ লাইভ | শ্রীনি রঙ্গস্বামী |
বছর | শিরোনাম | সঙ্গীতশিল্পী | সূত্র |
---|---|---|---|
২০২৩ | তেরে ইশ্ক নে | সাজ ভাট | [২২] |
বছর | পুরস্কার | বিভাগ | কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৯ | ভারতীয় টেলি পুরস্কার | শ্রেষ্ঠ অনস্ক্রিন দম্পতি (জুরি) (সুমেধ মুদগলকরের সঙ্গে) | রাধাকৃষ্ণ | বিজয়ী | [২৩] |
২০২২ | ২১তম ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী – জনপ্রিয় | মনোনীত | [২৪] | |
২২তম ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার | মনোনীত | [২৫] | |||
জয় কানহাইয়া লাল কি | মনোনীত | [২৫] |