মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মস্কোর ঐতিহ্যবাহী রসিয়া সিনেমা হল
অবস্থানমস্কো, রাশিয়া
প্রতিষ্ঠিত১৯৩৫
চলচ্চিত্র সংখ্যা৩৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬টি বিভাগে ৭০টি দেশের ১৮০+ চলচ্চিত্র
ভাষাআন্তর্জাতিক
ওয়েবসাইটwww.moscowfilmfestival.ru/miff38/eng

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা এমআইএফএফ (রুশ: Моско́вский междунаро́дный кинофестива́ль, (ইংরেজি: Moscow International Film Festival) একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩৫ সালে। রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ৩৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ১৬টি বিভাগে ৭০টি দেশের ১৮০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এসবের মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেটেড ছবি। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও পরিচালকদের উন্মুক্ত লেকচার অনুষ্ঠিত হয়।[]

উৎসবটির শীর্ষ পুরস্কার হ'ল মস্কোর কোট অফ আর্মস এর সেন্ট জর্জের ড্রাগনকে হত্যার প্রতিমা। ২০০০ সাল থেকে নিকিতা মিখালকভ উৎসবটির সভাপতিত্ব করছেন।

পুশকিনস্কায়া স্কয়ার, বিখ্যাত পুশকিন মনুমেন্ট এবং রসিয়া সিনেমা থিয়েটার, ১৯৮৪ সাল।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭২ সাল থেকে এমআইএফএফ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতিগুলির ফেডারেশন থেকে "ক্লাস এ" স্বীকৃতি প্রশংসাপত্র পেয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "শুরু হলো মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"প্রথম আলো। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]