মস্তানী বাই | |
---|---|
জন্ম | মাউ সাহানিয়া, বুন্দেলখান্দ |
মৃত্যু | ১৭৪০ |
দাম্পত্য সঙ্গী | বাজি রাও |
সন্তান | শমসের বাহাদুর ১ (কৃষ্ণা রাও) |
পিতা-মাতা | ছাতরাসাল রুহানি বাই |
মাস্তানি বাই (২৯ আগস্ট ১৬৯৯ – ২৮ এপ্রিল ১৭৪০) ছিলেন মহারাজা ছত্রশাল এবং রুহানি বাই বেগমের কন্যা। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের পেশোয়া (প্রধানমন্ত্রী) প্রথম বাজি রাওয়ের দ্বিতীয় স্ত্রী।[১] মারাঠা ব্রাহ্মণ পরিবারের মধ্যে তার সম্পর্কে প্রশংসা এবং বিতর্ক উভয়ই ছিল আলোচনা বিষয়।[২][৩] তাঁকে নিয়ে উপন্যাস যেমন রচিত হয়েছে তেমনি আবার তাঁকে ঘিরে তৈরি হয়েছে ভারতীয় সিনেমা।[৪][৫][৬][৭][৮]
মহারাজা ছত্রশাল এবং তার পার্সিয়ান উপপত্নী রুহানি বেগমের ঘরে মস্তানী বাই জন্মগ্রহণ করেন।[৯][১০] তার পিতা ছিলেন পান্না রাজ্যের প্রতিষ্ঠাতা।[১১]
তিনি এবং তার বাবা প্রণামি সম্প্রদায়ের অনুসারী ছিলেন। এই প্রণামি সম্প্রদায়ে শ্রী কৃষ্ণের ভক্তি উপাসনার উপর ভিত্তি করে একটি হিন্দু সম্প্রদায়। তবে তার মা শিয়া সম্প্রদায় হওয়ায় তিনিও শিয়া ইসলামের একজন অনুসারী ছিলেন।[৮]
১৭৭৮ সালে নবাব মুহাম্মদ খান বঙ্গেষ ছত্রশালের রাজ্য আক্রমণ করে তাকে পরাজিত করেন এবং তার রাজধানী অবরোধ করেন। ছত্রশাল গোপনে বাজিরাওকে চিঠি লিখে সাহায্যের অনুরোধ করেন।
তিনি তার অপরূপ সৌন্দর্য, শিল্পকলা, সাহিত্য এবং রণকৌশলের বিশেষ দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।[১২] বাজিরাও তাকে অনেক বেশি ভালবাসতেন কিন্তু বাজি রাওয়ের মা রাধাবাই এবং তার ভাই ছিমাজিয়াপ্পা তাকে সবসময় ঘৃণা এবং অত্যাচার করতেন।
Of his own sweet will The Rajput king bestowed a large number of Personal Jagir to Bajirao near Jhansi and further offer hand of her daughter Mastani born from his Muslim Concubine