মহাক্ষয় চক্রবর্তী | |
---|---|
![]() ২০২২ সালে মহাক্ষয় চক্রবর্তী | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মিমো চক্রবর্তী |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পরিচিতির কারণ | হন্টেড ৩ডি (২০১১) রকি (২০১৩) |
দাম্পত্য সঙ্গী | মাদালসা শর্মা (বি. ২০১৮) |
পিতা-মাতা |
|
মহাক্ষয় চক্রবর্তী (জন্ম: ৩০ জুলাই ১৯৮৪) একজন ভারতীয় অভিনেতা, যিনি প্রধানত হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তার ডাকনাম "মিমো" নামে অধিক পরিচিত। তিনি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্র।[১]
মিমো ১৯৮৪ সালের ৩০ জুলাই মুম্বইতে জন্মগ্রহণ করেন। তার পিতা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং মাতা অভিনেত্রী যোগিতা বালি।[২] তার তিন জন ভাই-বোন রয়েছেন। দুই ভাই উশমে চক্রবর্তী, নমশি চক্রবর্তী এবং এক বোন দিশানি চক্রবর্তী।[৩]
মিমো ২০১৮ সালের ১০ জুলাই চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক সুভাষ শর্মা এবং অভিনেত্রী শীলা শর্মার মেয়ে মাদালসা শর্মাকে বিয়ে করেন।[৪]
মিমো ২০০৮ সালে জিমি চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এই চলচ্চিত্রে তিনি একজন ডিজে'র ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি মিথ্যা খুনের অভিযোগে অভিযুক্ত হন, যার কারণে শেষে অপরাধ জগতে যোগ দেন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন রাজ এন. সিপ্পি। চলচ্চিত্রটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল দেব, শক্তি কাপুর, বিভানা সিং। চলচ্চিত্রটি ফ্লপ হয় এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পায়।[৫] অনেক দর্শক মিমোর অভিনয় দক্ষতার সমালোচনা করেছেন।[৬]
তিনি হন্টেড ৩ডি (২০১১), লুট (২০১১), রকি (২০১৩) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | সহ-শিল্পী | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০১১ | হন্টেড ৩ডি | রেহান | হিন্দি | টিয়া বাজপেয়ী | |
২০১৩ | রকি | রকি | বাংলা | পূজা বসু |