মহারত্নকূতসূত্র বা রত্নকূতসূত্র হলো বৌদ্ধ মহাযান সূত্রের প্রাচীন সংগ্রহ। এটি আক্ষরিক অর্থে সংস্কৃতে রত্নগুলির স্তূপের সূত্র। এই সূত্রে বিভিন্ন দৈর্ঘ্যের ৪৯টি পাঠ রয়েছে, যেটিকে সমাবেশ বলা হয়, যার মধ্যে রয়েছে শ্রীমালাদেবী সিংহনাদসূত্র, দীর্ঘ সুখাবতীব্যূহ সূত্র, অক্ষোভ্য-ব্যূহ সূত্র, বোধিসত্ত্বপিটক নামে দীর্ঘ পাঠ, এবং অন্যান্য।[১] এই গ্রন্থের কিছু অংশ চীনে আনা হয়েছিল এবং অষ্টম শতাব্দীতে বোধিরুচি অনুবাদ করেছিলেন।[২] রত্নকূত সংগ্রহে মোট ৪৯টি মহাযান সূত্র রয়েছে, চীনা অনুবাদে ১২০টি গুচ্ছে বিভক্ত।[৩]