মহারাজগঞ্জ জেলা महाराजगंज जिला | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তরপ্রদেশে মহারাজগঞ্জের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
প্রশাসনিক বিভাগ | গোরখপুর |
সদরদপ্তর | মহারাজগঞ্জ |
তহশিল | ৪ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | মহারাজগঞ্জ |
আয়তন | |
• মোট | ২,৯৩৪.১ বর্গকিমি (১,১৩২.৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৬৫,২৯২ |
• জনঘনত্ব | ৯১০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৪.৩ % |
• লিঙ্গানুপাত | ৯৩৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মহারাজগঞ্জ জেলা (হিন্দি: महाराजगंज जिला, প্রতিবর্ণীকৃত: মহারাজগঞ্জ জিলা) হল উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭৫টি জেলার অন্যতম। মহারাজগঞ্জ এই জেলার সদর শহর। এই জেলার বিখ্যাত স্থানগুলি হল মোগালাহা শরিফ ও দরগা হরে ভরে শাহ বাবা।
পূর্বতন গোরখপুর জেলা ভেঙে ১৯৮৯ সালের ২ অক্টোবর মহারাজগঞ্জ জেলা গঠিত হয়।
মহারাজগঞ্জ জেলার উত্তর দিকে রয়েছে নেপাল রাষ্ট্র, পূর্ব দিকে রয়েছে কুশীনগর জেলা, দক্ষিণ দিকে রয়েছে গোরখপুর জেলা এবং পশ্চিম দিকে রয়েছে সিদ্ধার্থনগর ও সন্ত কবীর নগর জেলা। মহারাজগঞ্জ জেলা গোরখপুর বিভাগের অন্তর্গত। এই জেলার আয়তন ২,৯৫১ বর্গকিলোমিটার। এই জেলার জনসংখ্যা ২,১৭৩,৮৭৮ (২০০১ সালের জনগণনা অনুসারে)।[১]
পঞ্চায়েত মন্ত্রক ২০০৬ সালে ভারতের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলাগুলির তালিকায় এই জেলার নাম অন্তর্ভুক্ত করে।[২] উত্তরপ্রদেশের যে ৩৪টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পায়, তার মধ্যে এই জেলা অন্যতম।[২]
মহারাজগঞ্জ জেলায় চারটি মহকুমা রয়েছে। এগুলি হল: মহারাজগঞ্জ সদর (মহারাজগঞ্জ, ঘুঘালি, পানিয়ারা ও পারতাওয়াল ব্লক নিয়ে), নৌতনওয়া (রতনপুর ও লক্ষ্মীপুর ব্লক নিয়ে), নিচলাউল (নিচলাউল, মিথাপুরা ও সিসওয়া ব্লক নিয়ে) এবং ফারেন্দা (ব্রিজমনগঞ্জ, ধনি ও ফারেন্দা ব্লক নিয়ে)।
এই জেলায় ১২৫৮টি গ্রাম ও ১৪টি থানা রয়েছে। থানাগুলির নাম হল: ফারেন্দা (আনন্দনগর), নৌতনওয়া, পুরন্দরপুর, কোঠিভার (সিসওয়া বাজার), থুঠিবাড়ি কোতোয়ালি, কোলহুই, ব্রিজমানগঞ্জ, শ্যামদেউরওয়া, পরসামালিক, বর্গাদাওয়া, পানিয়ারা, চাতুক, সোনাউলি কোতোয়ালি ও ঘুঘুলি।
২০১১ সালের জনগণনা অনুসারে, মহারাজগঞ্জের জনসংখ্যা ২,৬৬৫,২৯২।[৩] এই জনসংখ্যা কুয়েত রাষ্ট্র[৪] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের প্রায় সমান।[৫] জনসংখ্যার হিসেবে এই জেলার স্থান ভারতের ৬৪০টি জেলার মধ্যে ১৫১তম।[৩] জেলার জনঘনত্ব ৯০৩ জন প্রতি বর্গকিলোমিটার (২,৩৪০ জন/বর্গমাইল)।[৩] ২০০১-২০১১ দশকে এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ২২.৬১%।[৩] জেলায় লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯৩৮ জন মহিলা।[৩] সাক্ষরতার হার ৬৪.৩%।[৩]
Kuwait 2,595,62line feed character in
|উক্তি=
at position 7 (সাহায্য)
Nevada 2,700,551line feed character in
|উক্তি=
at position 7 (সাহায্য)