![]() | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৫ |
আচার্য | ত্রিপুরা সরকার |
উপাচার্য | সত্যদেব পোদ্দার |
অবস্থান | , , ২৩°৪৯′৪০″ উত্তর ৯১°১৭′৫১″ পূর্ব / ২৩.৮২৭৮৩৬৭° উত্তর ৯১.২৯৭৪২৪১° পূর্ব |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | mbbuniversity |
![]() |
মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[১] বিশ্ববিদ্যালয়টি ২০১৫ সালে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় আইন-২০১৫[২] এর বলে ত্রিপুরা সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০১৭ সালের হিসাব অনুযায়ী ত্রিপুরা রাজ্যের এটিই প্রথম[১] এবং একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়।[৩] বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ভি ছিলেন গৌতম কুমার বসু।[৪] ২০১৯ সালের ডিসেম্বরে সত্যদেব পোদ্দার ভিসি হিসাবে নিযুক্ত হন।[৫] ত্রিপুরা রাজ্যের শেষ শাসক মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।
মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিনটি কলেজ রয়েছে:[৬]