মহিন্দ রাজপক্ষ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
මහින්ද රාජපක්ෂ மஹிந்த ராஜபக்ஷ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮ সালে রাজপক্ষ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ২১শে নভেম্বর ২০১৯ – ৯ই মে ২০২২ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | গোঠাভয় রাজপক্ষ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ২৬শে অক্টোবর ২০১৮ – ১৫ই ডিসেম্বর ২০১৮[ক] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | মৈত্রীপাল সিরিসেন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ৬ই এপ্রিল ২০০৪ – ১৯শে নভেম্বর ২০০৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | চন্দ্রিকা কুমারতুঙ্গ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | রত্নসিরি বিক্রমনায়ক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৬ষ্ঠ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ১৯শে নভেম্বর ২০০৫ – ৯ই জানুয়ারি ২০১৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রধানমন্ত্রী | রত্নসিরি বিক্রমনায়ক দিসানায়ক মুদিয়নসেলাগে জয়রত্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | চন্দ্রিকা কুমারতুঙ্গ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | মৈত্রীপাল সিরিসেন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১২শ বিরোধীদলীয় নেতা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ১৮ই ডিসেম্বর ২০১৮ – ২১শে নভেম্বর ২০১৯ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | মৈত্রীপাল সিরিসেন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রধানমন্ত্রী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | আর. সম্বন্দন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | সজিৎ প্রেমদাস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ৬ই ফেব্রুয়ারি ২০০২ – ২রা এপ্রিল ২০০৪ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | চন্দ্রিকা কুমারতুঙ্গ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রধানমন্ত্রী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | রত্নসিরি বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | রনিল বিক্রমসিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত বিবরণ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | পের্সি মহেন্দ রাজপক্ষ ১৮ নভেম্বর ১৯৪৫ বীরকেটিয়, দক্ষিণ প্রদেশ, ব্রিটিশ সিলন (অধুনা শ্রীলঙ্কা) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয়তা | শ্রীলঙ্কান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাজনৈতিক দল | শ্রীলঙ্কা পোদুজন পেরমুণ (২০১৮ পরবর্তী) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
অন্যান্য রাজনৈতিক দল | শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (২০১৮ পূর্ব) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দাম্পত্য সঙ্গী | শিরন্তি রাজপক্ষ (জন্মনাম বিক্রমসিংহ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সন্তান | নমল যোষিত রোহিত | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আত্মীয়স্বজন | রাজপক্ষ পরিবার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাসস্থান | কার্লটন হাউস, তঙ্গল্ল মেদমুলন বলব্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রাক্তন শিক্ষার্থী | শ্রীলঙ্কা ল কলেজ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জীবিকা | আইনজীবী, রাজনীতিবিদ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ধর্ম | থেরবাদ বৌদ্ধধর্ম[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওয়েবসাইট | দাফতরিক ওয়েবসাইট |
মহিন্দ রাজপক্ষ[২] (সিংহলি: මහින්ද රාජපක්ෂ, তামিল: மஹிந்த ராஜபக்ஷ, [maˈhində ˈraːɟəˌpakʂə]; জন্মনাম পের্সি মহেন্দ্র রাজপক্ষ; ১৮ নভেম্বর ১৯৪৫) হলেন একজন শ্রীলঙ্কান রাজনীতিবিদ। তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি; ২০০৪ থেকে ২০০৫, ২০১৮ ও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী;[৩] ২০০২ থেকে ২০০৪ ও ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিরোধী দলের নেতা; এবং ২০০৫ থেকে ২০১৫ ও ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সাল থেকে কুরুন্যাগলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪] তিনি শ্রীলঙ্কার ৬ষ্ঠ রাষ্ট্রপতি ও শ্রীলঙ্কার সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি একজন আইনজীবী। ১৯৭০ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার সংসদ সদস্য নির্বাচিত হন। ৬ এপ্রিল, ২০০৪ থেকে ২০০৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯ নভেম্বর, ২০৫ তারিখে রাষ্ট্রপতি হিসেবে ৬ বছরের মেয়াদে ক্ষমতায় আসীন হন। এরপর ২৭ জানুয়ারি, ২০১০ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২য় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।[৫]
হাম্বানতোতার দক্ষিণাংশের বীরকাটিয়া গ্রামে রাজাপক্ষের জন্ম।[৬] শ্রীলঙ্কার স্বনামধন্য রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার বাবা ডি. এ. রাজাপক্ষ প্রখ্যাত রাজনীতিবিদ, স্বাধীনতাকামী, সংসদ সদস্য এবং বিজেনন্দা ডাহানায়েকে সরকারের কৃষি ও ভূমিমন্ত্রী ছিলেন। তার দাদা ডি.এম. রাজাপক্ষ ১৯৩০-এর দশকে হাম্বানতোতা’র স্টেট কাউন্সিলর ছিলেন।
রাজাপক্ষ গলের রিচমন্ড কলেজে অধ্যয়ন করেন। এরপর কলম্বোর নালন্দা কলেজ এবং পরবর্তীতে থার্স্টটান কলেজে পড়াশোনা করেন। এছাড়াও তিনি সিংহলি চলচ্চিত্রে অভিনয়সহ বিদ্যোদয়া বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার সহকারীর দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে পিতার মৃত্যুর পর এসএলএফপি দলের প্রার্থী হিসেবে বেলিয়াতা নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হন ও ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন।[৭] এরপর শ্রীলঙ্কা ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করে নভেম্বর, ১৯৭৭ সালে অ্যাটর্নি এট ল হিসেবে শপথ গ্রহণ করেন[৮]। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত মন্ত্রীত্ব থাকাকালীন সময় বাদে সংসদ সদস্যের বাকী সময়টুকু টাঙ্গালে আইনচর্চা করেন।
১৯৭৭ সালে সংসদ নির্বাচনে পরাজিত হন এবং ১৯৮৯ সালে পুনরায় নির্বাচিত হন ও সংসদে হাম্বানতোতা জেলার প্রতিনিধিত্ব করেন। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার নির্বাচনে চন্দ্রিকা কুমারাতুঙ্গা’র নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স বিজয়ী হলে রাজাপক্ষ শ্রমমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯৭ সালে মন্ত্রণালয় পুণর্গঠনের পূর্ব পর্যন্ত এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর তিনি মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।[৬] ২০০১ সালে ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) পিপলস অ্যালায়েন্সকে পরাজিত করলে তিনি সরকার থেকে পদচ্যুত হন। মার্চ, ২০০২ সালে সংসদে বিরোধী দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হন।
২০০৪ সালের সংসদ নির্বাচনে স্বল্প ব্যবধানে বিজয় লাভ করে সরকার গঠন করে। এতে রাজাপক্ষ শ্রীলঙ্কা’র ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৬ এপ্রিল, ২০০৪ তারিখে।[৬] প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পান।
শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির পক্ষ থেকে ২০০৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিপক্ষ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও ইউনাইটেড ন্যাশনাল পার্টি প্রধান রনীল বিক্রমাসিংহে। ইউএনপি ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো স্বত্ত্বেও মহিন্দ রাজাপক্ষ ১৯০,০০০ ভোটের স্বল্প ব্যবধানে জয়যুক্ত হন। বিরোধীরা দাবী করে যে, এলটিটিই নির্বাচন বয়কট করায় উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর তামিল অধ্যুষিত এলাকায় ভোটারদের জন্যই তাদের পরাজয়বরণ করতে হয়েছে। অধিকাংশ ভোটারদেরকেই জোরপূর্বক ভোটদান থেকে বিরত রাখা হয়েছে যা রনীল বিক্রমাসিংহের সমর্থক ছিল।[৯] রাজাপক্ষ ৫০.৩% ভোট পান। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আরোহণের পর রাজাপক্ষ মন্ত্রণালয় পুণর্গঠন করেন এবং প্রতিরক্ষা ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বেও সম্পৃক্ত হন।
৮ জানুয়ারি, ২০১৫ তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মৈত্রীপাল সিরিসেনে’র কাছে ৪৭.৬% ভোট পেয়ে পরাজিত হন।[১০] ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ, অকল্যাণকর সরকার, দূর্নীতির প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছেন বলে ধারণা করা হয়।[১১] শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নির্বাচনের ফলাফল বানচাল ও সেনাবাহিনী প্রধান জগৎ জয়াসুরিয়াকে বশে রাখতে চাইলে তা ব্যর্থ হয় বলে এমপি রজিত সেনারত্নে জানান।[১২][১৩]
|তারিখ=
(সাহায্য)
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী রনীল বিক্রমাসিংহে |
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ২০০৪-২০০৫ |
উত্তরসূরী রত্নাসিরি বিক্রমানায়েকে |
পূর্বসূরী চন্দ্রিকা কুমারাতুঙ্গা |
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ২০০৫-২০১৫ |
উত্তরসূরী মৈত্রীপাল সিরিসেন |
কূটনৈতিক পদবী | ||
পূর্বসূরী এ পি জে আবদুল কালাম |
সার্ক সভাপতি ২০০৮-২০১৫ |
নির্ধারিত হয়নি |
পূর্বসূরী মাহমুদ আহমাদিনেজাদ |
জি-১৫ সভাপতি ২০১০-২০১৫ |
নির্ধারিত হয়নি |
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি