মহুর শাহজাদ | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||
দেশ | পাকিস্তান | ||||||||||||||
জন্ম | করাচি, পাকিস্তান | ১৭ অক্টোবর ১৯৯৬||||||||||||||
বাসস্থান | করাচি, পাকিস্তান | ||||||||||||||
উচ্চতা | ১৭০ সে.মি. | ||||||||||||||
ওজন | ৫৬ কেজি | ||||||||||||||
কার্যকাল | ২০১৪-বর্তমান | ||||||||||||||
হাত | ডান | ||||||||||||||
প্রশিক্ষক | তৈয়ব সোহেল (জাতীয়) ইফতেখার হোসেন আলী মেহেদী | ||||||||||||||
উইমেন্স সিঙ্গেলস অ্যান্ড ডাবলস | |||||||||||||||
সর্বোচ্চ অবস্থান | ১৩৩ (ডব্লিউএস ১৭ মার্চ ২০২০) ১৪৬ (ডব্লিউডি পালওয়াশা বশিরের সাথে ১৭ মার্চ ২০২০) | ||||||||||||||
বর্তমান অবস্থান | ১৭৫ (ডব্লিউএস) ২৪৮ (ডব্লিউডি) (২৬ জুলাই ২০২২) | ||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||
বিডাব্লিউএফ প্রোফাইল |
মহুর শাহজাদ (জন্মঃ ১ অক্টোবর ১৯৯৬) পাকিস্তানের একজন নারী ব্যাডমিন্টন খেলোয়াড়।[১] তিনি ২০১৪ সালের এশিয়ান গেমস[২] এবং ২০১৮ আর ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন খেলায় অংশ নিয়েছিলেন।[৩][৪]
মহুর ২০২০ সালের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা-এ অংশ নিয়েছিলেন এবং তিনিই পাকিস্তানের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিবেচিত হন যিনি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন।[৫][৬]
শাহজাদ ২০১৮ সালে করাচির ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক সম্পন্ন করেন, তার বিষয় ছিলো অর্থনীতি এবং গণিত।[৫][৭]
২০০৮ সালে করাচিতে স্থানীয়ভাবে ব্যাডমিন্টন খেলা দ্বারা শাহজাদের কর্মজীবন শুরু হয়।[৮] পাকিস্তান দেশটির জাতীয় পর্যায়ে ছয়বার ব্যাডমিন্টনে পুরস্কার বিজয়ী হয়েছেন তিনি।[৯] তিনি ২০১৭ এবং ২০১৯ সালে পাকিস্তান আন্তর্জাতিক সিরিজে উইমেন্স সিঙ্গেল টাইটেলস জিতেছিলেন।[১০][১১]
উইমেন্স সিঙ্গেলস
উইমেন্স ডাবলস
মহুরের বাবা একজন অ্যাথলেট ছিলেন এবং মহুরের বোন রাবিয়া ভারোত্তোলনকারী হিসেবে পাকিস্তানের জন্য অনেক আন্তর্জাতিক পদক পেয়েছেন।[১২][১৩][১৪][১৫]