মহেশতলা

মহেশতলা
শহর
মহেশতলা পৌরসভা
মহেশতলা পৌরসভা
মহেশতলা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
মহেশতলা
মহেশতলা
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩০′৩১″ উত্তর ৮৮°১৫′১২″ পূর্ব / ২২.৫০৮৬২১০° উত্তর ৮৮.২৫৩২১৮২° পূর্ব / 22.5086210; 88.2532182
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগণা জেলা
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকমহেশতলা পৌরসভা
 • পুরসভার প্রধানদুলাল দাস[]
উচ্চতা৯ মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৪৮,৩১৭
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
লোকসভা কেন্দ্রডায়মন্ড হারবার
বিধানসভা কেন্দ্রমহেশতলা
ওয়েবসাইটwww.maheshtalamunicipality.org

মহেশতলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে মহেশতলা শহরের জনসংখ্যা হল ৪,৪৮,৩১৭ জন। এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৬৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মহেশতলার সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

জল নিকাশি

[সম্পাদনা]

মহেশতলা এলাকার মণি খাল এই অঞ্চলের পশ্চিমবাহী হুগলী নদীঅভিমুখী জলবাহক ধারা। এতে গিয়ে মিশেছে বেহালার চড়িয়াল খাল । কিন্তু মণি খাল জলপূর্ণ থাকে । খালের জল ছাপিয়ে মহেশতলা পুরসভার ১২, ১৩ এবং ১৪ নম্বর এই তিনটি ওর্য়াডকে বানভাসি করে দেয় । তাই বেহালার ১২৭, ১২৮, ১২৯ নম্বর এই তিনটি ওর্য়াডে জল দাঁড়িয়ে থাকে । এমন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থার উন্নতি সাধনে কয়েক বছর ধরে কলকাতা এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের (কেইআইআইপি) কাজ চলছে সেখানে।

বিধানসভা কেন্দ্র

[সম্পাদনা]

মহেশতলা বিধানসভা কেন্দ্র , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের কস্তূরী দাস শেখ ' মো . ইসমাইল (সিপিআই(এম)) পরাজিত করে।

পরিবহন

[সম্পাদনা]

বাস পথ

[সম্পাদনা]

বেসরকারী বাস[]

[সম্পাদনা]
  • 12C/1 শিবরামপুর – হাওড়া ভায়া পিজি হাসপাতাল
  • 18A শিবরামপুর – হাওড়া ভায়া মেয়ো রোড
  • 18B মুচিপাড়া – শিয়ালদহ
  • 18B/1 ডাকঘর – রুবি
  • 18C কেষ্টর মোড় – রুবি
  • 18D সরসুনা কলেজ – হাওড়া
  • 13A সম্পামির্জানগর—ডালহাউসি
  • 13C পুরাতন ডাকঘর—যাদবপুর
  • 77A বিশালক্ষ্মিতলা--ধর্মতলা
  • বাটানগর—হাওড়া মিনিবাস
  • চট্টা--হাওড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Maheshtala municipality" 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬