মাঁড় নদী

মন্দা নদী (ইংরেজি: Mand river)ভারতের মহানদীর উপনদী। এটি উড়িষ্যা সীমান্ত থেকে ২৮ কিলোমিটার দূরে ছত্তিগড়ের চন্দরপুরের মহানদীতে যোগ দেয় এবং নদীটি হিরকুড বাঁধ পর্যন্ত পৌঁছায়। নদী, যার মোট দৈর্ঘ্য ২৪১ কিমি, ছত্তিশগড়ের সার্জুজা জেলার প্রায় ৬৮৬ মিটার উঁচুতে উৎপন্ন হয়।এটি ম্যানিপট প্লেটোর দক্ষিণ অংশটির নিষ্কাশন করে,[] প্রায় ৫২০০ বর্গ কিমি এলাকা। []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]