মাইক পম্পে | |
---|---|
Mike Pompeo | |
![]() | |
৭০তম United States Secretary of State | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় এপ্রিল ২৬,২০১৮ | |
রাষ্ট্রপতি | ডোনাল্ড ট্রাম্প |
ডেপুটি | John Sullivan |
পূর্বসূরী | রেক্স টিলারসন |
৬ষ্ঠ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক | |
কাজের মেয়াদ জানুয়ারি ২৩, ২০১৭ – এপ্রিল ২৬, ২০১৮ | |
রাষ্ট্রপতি | ডোনাল্ড ট্রাম্প |
ডেপুটি | Gina Haspel |
পূর্বসূরী | John O. Brennan |
উত্তরসূরী | Gina Haspel |
-নির্বাচিত সদস্য 4th জেলা থেকে | |
কাজের মেয়াদ জানুয়ারি ৩, ২০১১ – জানুয়ারি ২৩, ২০১৭ | |
পূর্বসূরী | Todd Tiahrt |
উত্তরসূরী | Ron Estes |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাইকেল রিচার্ড পম্পেও ৩০ ডিসেম্বর ১৯৬৩ Orange, California, U.S. |
রাজনৈতিক দল | রিপাবলিকান |
দাম্পত্য সঙ্গী | Leslie Libert (divorced) Susan Pompeo |
সন্তান | 1 |
শিক্ষা | U.S. Military Academy (BS) Harvard University (JD) |
স্বাক্ষর | ![]() |
সামরিক পরিষেবা | |
শাখা | টেমপ্লেট:দেশের উপাত্ত United States Army |
কাজের মেয়াদ | 1986–1991[১] |
পদ | ![]() |
ইউনিট |
মাইকেল রিচার্ড পম্পেও ( /pɒmˈpeɪoʊ/ জন্ম ডিসেম্বর ৩০, ১৯৬৩) একজন আমেরিকান রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি এপ্রিল ২০১৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭০তম ষ্টেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক সেনা কর্মকর্তা এবং জানুয়ারী ২০১৭ থেকে এপ্রিল ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ছিলেন ।
২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পম্পে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভস এর সদস্য হিসেবে ক্যান্সাসের ৪র্থ কংগ্রেসিয়াল জেলার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির ক্যান্সাস প্রতিনিধি এবং ইতালিয়ান আমেরিকান কংগ্রেশনাল ডেলিগেশনের একজন সদস্য ছিলেন। পম্পে রিপাবলিকান দলের মধ্যে চা পার্টি আন্দোলনেরও একজন সদস্য । [২]
২০১৫ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পম্পেকে অঙ্গরাজ্য সচিব পদে মনোনীত করেন। পম্পিও তার পূর্বসূরি রেক্স টিলারসনের বরখাস্তের পর এই পদে অধিষ্ঠিত হন। [৩] ২০১৮ সালের ২৬শে এপ্রিল পম্পে, সিনেট কর্তৃক ৫৭-৪২ ভোটে [৪][৫][৬] নির্বাচিত হন এবং একই দিনে শপথ গ্রহণ করেন। [৭]
পম্পে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ক্যান্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন। [৮] শেষ পর্যন্ত, তিনি ২০২০ সালে নির্বাচনে অংশ নিতে অস্বীকার করলেও, ভবিষ্যতে রাষ্ট্রীয় দফতরের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। [৯]