মাইকেল কিটন

মাইকেল কিটন
২০১৩ সালের জুলাইয়ে কিটন
জন্ম
মাইকেল জন ডগলাস

(1951-09-05) সেপ্টেম্বর ৫, ১৯৫১ (বয়স ৭৩)
কোরাওপোলিস, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
শিক্ষামনট্যূর হাই স্কুল
মাতৃশিক্ষায়তনকেন্ট স্টেট ইউনিভার্সিটি
পেশাঅভিনেতা, প্রযোজক,পরিচালক
কর্মজীবন১৯৭৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীক্যারোলিন ম্যাকউইলিয়ামস
(বি. ১৯৮২; বিচ্ছেদ. ১৯৯০)
সঙ্গীকোর্টনি কক্স (১৯৮৯-১৯৯৫)
সন্তানশন ডগলাস
পিতা-মাতাজর্জ এ. ডগলাস (বাবা)
লিওনা লোফটাস (মা)

মাইকেল কিটন (ইংরেজি: Micheal Keaton নামে পরিচিত মাইকেল জন ডগলাস (ইংরেজি: Michael John Douglas; জন্ম: ৫ সেপ্টেম্বর ১৯৫১) হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি সিবিএস চ্যানেলের সিটকম অল্‌স ফেয়ারদ্য ম্যারি টাইলার মুর আওয়ার এবং হাস্যরসাত্মক চলচ্চিত্র নাইট শিফট (১৯৮২), মিস্টার মম (১৯৮৩), জনি ডেঞ্জারাসলি ১৯৮৪) ও বিটলজুস (১৯৮৮)-এ অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি টিম বার্টনের নাট্যধর্মী সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান (১৯৮৯) ও ব্যাটম্যান রিটার্নস (১৯৯২)-এ নাম ভূমিকায় অভিনয় করে সমাদৃত হন। এছাড়া তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও আসন্ন চলচ্চিত্র স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম (২০১৯)-এ ভালচার চরিত্রে অভিনয় করেছেন।

কিটন লাইভ ফ্রম বাগদাদ (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য কোম্পানি (২০০৭) চলচ্চিত্রে অভিনয় করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৪ সালের বার্ডম্যান অর (দ্য আনেক্সপেক্টেড ভার্চু অব ইগনোরেন্স) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, ও শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ হাস্যরসাত্মক অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৬ সালে তিনি ফ্রান্সের অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্সের অফিসার উপাধিতে ভূষিত হন।[] তিনি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং স্কলার।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কেসলাসি, এলসা (১৮ জানুয়ারি ২০১৬)। "Michael Keaton Gets France's Order of Arts and Letters Honor"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 
  2. সাভেড্রা, কেলি (১২ জানুয়ারি ২০১৫)। "Actor Michael Keaton Discusses His New Role at the ETC - The Piper - Carnegie Mellon University"কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]