![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাইকেল ভিনসেন্ট কিন[১] | ||
জন্ম | [২] | ১১ জানুয়ারি ১৯৯৩||
জন্ম স্থান | স্টোকপোর্ট, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)[২] | ||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ৩৮ | ||
যুব পর্যায় | |||
২০০৯–২০১১ | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১– | ম্যানচেস্টার ইউনাইটেড | ১ | (০) |
২০১২–২০১৩ | → লিচেস্টার সিটি (ধারে) | ২২ | (২) |
২০১৩-২০১৪ | → ডার্বি কাউন্ট্রি (ধারে) | ৭ | (০) |
২০১৪ | → ব্ল্যাকবার্ন রোভার্স (ধারে) | ১৩ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১১ | রিপাবলিক অব আয়ারল্যান্ড অ১৭ | ২ | (০) |
২০১২ | ইংল্যান্ড অ১৯ | ৫ | (০) |
২০১৩– | ইংল্যান্ড অ২১ | ১২ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৫৪, ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:৫৭, ২৬ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাইকেল ভিনসেন্ট কিন (জন্ম ১১ জানুয়ারি ১৯৯৩) একজন ইংরেজ পেশাদার ফুটবলার যিনি একজন ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন। কিন অনূর্ধ্ব ১৭ পর্যায়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করলেও অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২১ স্তরে তিনি ইংল্যান্ডের হয়ে খেলেন। ২০১২ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের রিসার্ভ প্লেয়ার অব দ্যা ইয়ার নির্বাচিত হন। তার যমজ ভাই, উইল কিন, যিনিও একজন ফুটবলার, ম্যানচেস্টার ইউনাইটেডে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।