মাইকেলা শ্যাফ্রাথ

মাইকেলা শ্যাফ্রাথ
শ্যাফ্রাথ
জন্ম
মাইকেলা জাঙ্কে

(1970-12-06) ৬ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৪)
অন্যান্য নামজিনা ওয়াইল্ড []
উচ্চতা৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)
দাম্পত্য সঙ্গী
  • অ্যাক্সেল শ্যাফ্রাথ
    (বি. ১৯৯০; বিচ্ছেদ. ২০০৫)
  • মাইকেল ওয়ানহফ
    (বি. ২০০৯; sep. ২০১৩)
ওয়েবসাইটmichaela-schaffrath.de

মাইকেলা শ্যাফ্রাথ (জন্ম: ৬ই ডিসেম্বর ১৯৭০) একজন জার্মান টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন পর্নোগ্রাফিক অভিনেত্রী।

একজন প্রাক্তন নার্স, তিনি একটি জার্মান প্রাপ্তবয়স্ক ম্যাগাজিন কোপ-এর জন্য নগ্ন পোজ দেওয়ার পরে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্পে শুরু করেছিলেন। [] তিনি তার কর্মজীবনে জিনা ওয়াইল্ড মঞ্চের নামে পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ১৯৯৯ সালে সেরা নতুন স্টারলেট এবং ২০০০ সালে সেরা জার্মান অভিনেত্রীর জন্য দু'টি ভেনাস পুরস্কার জিতেছিলেন। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rhett Pardon (৫ সেপ্টেম্বর ২০০৫)। "Porn Star Gina Wild Selling Her Stage Name"। XBiz.com। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০০৮ 
  2. "Gewinnerinnen und Gewinner des "Venus Award 2000""। ১৪ নভেম্বর ২০০০। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]