মাইসা আব্দুল হাদি | |
---|---|
জন্ম | |
অন্যান্য নাম | মাইসা |
পেশা | অভিনেত্রী, মডেল |
মাইসা আবদুল হাদি ( আরবি: ميساء عبد الهادي , জন্ম ১৫ নভেম্বর ১৯৮৫) একজন ইসরায়েলি ফিলিস্তিনি আরব অভিনেত্রী।[১] ফিলিস্তিন-ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করায় জনপ্রিয় আরব-ইসরায়েলি অভিনেত্রী মাইসা আব্দুল হাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে এক মুসলমান পরিবারে জন্ম মাইসা আব্দুল হাদির। অভিনয়ের ওপর পড়াশোনা শেষ করে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন মাইসাআইজ অব আ থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’, ‘বাগদাদ সেন্ট্রাল’সহ বেশ কয়েকটি ইসরায়েলি ও আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করেন। আবদুল হাদি ২০১১ সালে দুবাই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন[২]
পূর্ব জেরুজালেমের পাড়ায় শেখ জাররাহের ফিলিস্তিনি পরিবারগুলিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক বহিষ্কারের প্রতিবাদে, ৯ মে ২০২১ সালে হাইফা শহরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার সময় তিনি ইসরায়েলি বাহিনীর দ্বারা আহত হন।[৩] ইসরায়েলি বাহিনী তার উপর কঠোর অত্যাচার নির্যাতন করে আহত করে। তাকে কারাগারে পাঠায়।
২০২৩ সালে ইস্রায়েলে হামাসের আক্রমণের সময়, অন্যান্য অভিযুক্ত অপরাধের মধ্যে হামাস কর্তৃক সোশ্যাল মিডিয়ায় জিম্মিদের ছবি শেয়ার করা এবং হাসানোর মাধ্যমে "সন্ত্রাস এবং ঘৃণামূলক বক্তব্যের জন্য প্রশংসার অভিব্যক্তি" করার জন্য মাইসাকে নাজারেথের পুলিশ আটক করেছিল।[৪]