মাওরা হুসাইন ماورا حسین | |
---|---|
জন্ম | মাওরা হুসাইন ২৮ সেপ্টেম্বর ১৯৯২ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
আত্মীয় | উরওয়া হুসাইন (বোন) ফারহান সাঈদ (দুলাভাই) |
মাওরা হুসাইন অথবা মাওরা হক্যান[১][২] (উর্দু: ماورا حسین; জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৯২)[৩] একজন পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী।[৪]
মাওরা হুসাইন ১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি তার বাল্যকাল ইসলামাবাদে কাটান। এবং তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়াশোনাও করেন।[৪] মাওরা ছাড়াও তার বোন উরওয়া হুসাইনও একজন দূরদর্শন অভিনেত্রী।
মাওরা তার কর্মজীবনের প্রথম লগ্নে একজন থিয়েটার অভিনেত্রী হিসেবে কাজ করেন। পরে তিনি ধারাবাহিকে অভিনের সুযোগ পান; আহিস্তা আহিস্তা, এক তামান্না লাহাশিল সি এবং নিখার গ্যায়ে গুলাব সারে ইত্যাদি পাকিস্তানি ধারাবাহিকে অভিনেয়র পর মাওরা খ্যাতি লাভ করেন।[৫] তিনি ২০১৬ সালের রোমান্টিক হিন্দী চলচ্চিত্র সনাম তেরী কসমে অভিনয় করেন। এছাড়া তিনি আরও দুটি হিন্দি ছবিতে কাজ করছেন।[৫]
মাওরা হুসাইন অভিনীত দূরদর্শন ধারাবাহিক ও চলচ্চিত্রের তালিকা সমূহের তালিকা নিচে দেওয়া হল:
অভিনীত | চরিত্র | ভাষা | ধরন | |
---|---|---|---|---|
মারিয়াম | মারিয়াম | উর্দু | ধারাবাহিক | |
আহিস্তা আহিস্তা | হায়া | উর্দু | ধারাবাহিক | |
মেরে হরজাই | মাহা | উর্দু | ধারাবাহিক | |
ইক তামান্না লহশিল সি | নাদিয়া | |||
নিখার গ্যায়ে গুলাব সারে | শেহারয়াল | উর্দু | ||
মেরে হুজুর | [৪] | |||
খিচারী সালসা | উর্দু[৪] | |||
লাভ কে চক্কর মেই[৪] | ||||
মেরি ওয়াইফ কে লিয়ে[৪] | ||||
কান্ট্রি লাভ[৪] | উর্দু | |||
ঘর আয়ে মেহমান[৪] | ||||
কিত্নি গিরাইঁ বাকি হ্যাই[৪] | ||||
পাপা রাজি[৪] | ||||
শাদি মুবারক[৪] | উর্দু | |||
ইয়াহাঁ প্যার নাহি হেই[৪] | শুমালিয়া | উর্দু | বোয় | |
ম্যাই গুনহেগার নহি | আমারা | |||
হল্কী সি খালিশ[৪] | ||||
বিল্লো বাব্লু অউর ভাইয়া[৪] | ||||
মেইঁ বুশরা[৪] | ||||
হাসিল[৬] | ||||
সামী[৭] | ||||
আঙন[৭] | ||||
দাসী[৭] | ||||
সাবাত[৭] | ||||
কিসসা মেহেরবানো কা[৭] | ||||
নিম[৭] | ||||
নওরোজ[৭] | ||||
শরীক-ই-হায়াত[৪] | উর্দু | |||
জওয়ানি ফির না আনি ২ | জু | উর্দু | চলচ্চিত্র | |
সনাম তেরী কসম | সারু | হিন্দি | চলচ্চিত্র |
<ref>
ট্যাগ বৈধ নয়; akgbar
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; akbar
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি