এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
মাকরূহ্ (আরবি: مكروه, শাব্দিক অর্থ নিরুৎসাহিত [১]) এমন আমল যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ যে কাজ না করাটাই উত্তম।[২] মাকরূহ্ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম। যেমন : আস্রের নামাযের পর থেকে মাগ্রিব পর্যন্ত ঐ দিনের আস্রের নামায ছাড়া অন্য কোনও নামায আদায় করা।
ইসলামি শরিয়তের একটি বিধান ও পরিভাষার নাম মাকরুহ। এটি দুই ধরনের হয়ে থাকে। ১, মাকরুহ তাহরিমি ২. মাকরুহ তানজিহি।
মাকরুহ তাহরিমি এটি (إلى الحرام أقرب) হারামের কাছাকাছি। এটি ত্যাগ করার ব্যাপারে শরিয়তে শক্তভাবে বলা হয়েছে। এটি সাধারণত ওয়াজিবের বিপরীতে ব্যবহার হয়। সুতরাং অনেক ইসলামিক স্কলার বলেন, এ ধরণের মাকরুহ ত্যাগ না করলে গুনাহ আছে।
মাকরুহে তানজিহি এটি (إلى الحل أقرب) হালাল বা জায়েজের কাছাকাছি। ইসলামি শরিয়তের পরিভাষায় যা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তবে তা শক্তভাবে বলেনি বিধায় ছেড়ে দিলে সাওয়াব আছে তবে করলে গুনাহ নেই। এটি সাধারণত সুন্নত কিংবা মুস্তাহাবের বিপরীতে ব্যবহার হয়। (আততাওযিহ ওয়াততালবিহ ২/১২৬)
<ref>
ট্যাগ বৈধ নয়; aldin
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি