![]() ২০২৩ সালে এলএএসকের হয়ে তালোভিয়েরভ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ[১] | ||
জন্ম | ২৮ জুন ২০০০ | ||
জন্ম স্থান | নালচিক, ইউক্রেন | ||
উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এলএএসকে | ||
জার্সি নম্বর | ৪ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ (ইউক্রেনীয়: Максим Вадимович Таловєров; জন্ম: ২৮ জুন ২০০০; মাকসিম তালোভিয়েরভ নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রীয় ক্লাব এলএএসকে এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, তালোভিয়েরভ ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ ২০০০ সালের ২৮শে জুন তারিখে ইউক্রেনের নালচিকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তালোভিয়েরভ ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৪শে মার্চ তারিখে তিনি বুলগেরিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] তালোভিয়েরভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইউক্রেন | ২০২৪ | ৪ | ০ |
সর্বমোট | ৪ | ০ |