মাকারোনেশিয়া (পর্তুগিজ ভাষায়: Macaronésia) ইউরোপ ও আফ্রিকার উপকূলের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত চারটি দ্বীপপুঞ্জের সমষ্টি।[১] প্রতিটি দ্বীপপুঞ্জ বেশ কিছু আটলান্টিক মহাসাগরীয় দ্বীপের সমষ্টি, যেগুলি মহাসমুদ্র তলদেশ থেকে সমুদ্র সমতলের উপরে উত্থিত সামুদ্রিক পর্বতের শীর্ষ দ্বারা গঠিত হয়েছে। মাকারোনেশীয় দ্বীপগুলি তিনটি সার্বভৌম রাষ্ট্রের অধীন: পর্তুগাল, স্পেন, ও কাবু ভের্দি।[২][৩][৪]
মাকারোনেশিয়া চারটি প্রধান দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর এগুলি হল:[৫]
রাজনৈতিকভাবে পর্তুগাল ও স্পেনের অধীনস্থ দ্বীপগুলি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। ভূগাঠনিকভাবে মাকারোনেশিয়ার দ্বীপগুলি আফ্রিকান মহাদেশীয় পাতের অংশবিশেষ, এমনকি আজোরেস দ্বীপপুঞ্জটিও আফ্রিকান পাত, ইউরেশীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত।[৫][৬]
ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটি ইউরোপের অন্তর্ভুক্ত তিনটি দ্বীপপুঞ্জকে (কাবু ভের্দি ব্যতীত) একটি স্বতন্ত্র জীব-ভৌগোলিক অঞ্চল বা রাজ্যের অংশ হিসেবে বিবেচনা করে থাকে, যার নাম মাকারোনেশীয় জীব-ভৌগোলিক অঞ্চল।[৭]
"মাকারোনেশিয়া" শব্দটি প্রাচীন গ্রিক পদগুচ্ছ "মাকারোন নেসোই" (μακάρων νῆσοι) থেকে এসেছে, যার অর্থ "সৌভাগ্যবানদের দ্বীপপুঞ্জ"। প্রাচীন গ্রিক ভূগোলবিদরা জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে অবস্থিত দ্বীপগুলিকে এই নাম দিয়েছিলেন।