মাক্কাল নিধি মায়াম জনবিচার কেন্দ্র | |
---|---|
মহাসচিব | এ. অরুণাচলম[১] |
প্রতিষ্ঠাতা | কমল হাসান |
প্রতিষ্ঠা | ২১ ফেব্রুয়ারি ২০১৮ |
সদর দপ্তর | ৪, এলদামস সালাই, ভান্নিয়া তেয়নামপেত্তাই, আঝওয়ারপেত্তাই, চেন্নাই, তামিলনাড়ু-৬০০০১৮ |
রাজনৈতিক অবস্থান | মধ্যপন্থা [২][৩] |
আনুষ্ঠানিক রঙ | লাল, কালো, সাদা |
লোকসভায় আসন | ০ |
রাজ্যসভায় আসন | ০ |
-এ আসন | ০ / ২৩৪
|
নির্বাচনী প্রতীক | |
![]() | |
ওয়েবসাইট | |
maiam | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
মাক্কাল নিধি মায়াম (অনুবাদ: জনবিচার কেন্দ্র), ভারতের তামিলনাড়ু রাজ্যের এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল একটি রাজনৈতিক দল যেটি কমল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত।[৪][৫] তিনি ২১ ফেব্রুয়ারি ২০১৮ তে মাদুরাইতে এক জনসভায় দলটি প্রতিষ্ঠার ঘোষণা দেন ও সেই দিনেই দলটির পতাকা উন্মোচন করেন।[৬] পতাকাটিতে ছয়টি সংযুক্ত হাত হয়েছে, যা দক্ষিণ ভারতের ছয়টি অঞ্চলের (৫ টি রাজ্য ও ১ টি কেন্দ্রশাসিত অঞ্চল ) ভ্রাতৃত্ব নির্দেশ করে। তাদের নির্বাচন প্রতীক হল ব্যাটারি টর্চ।[৭]
২০১৮ সালে প্রতিষ্ঠা লাভের পর দলটি 'মায়াম হুইসেল' নামের একটি মোবাইল এপ্লিকেশন চালু করে।[৮] দলটি দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়া ছাড়াও তামিলনাড়ুর গ্রামগুলোর উন্নতির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে থাকে।
বছর | সাধারণ নির্বাচন | প্রাপ্ত ভোট | বিজয়ী আসন | প্রার্থী |
---|---|---|---|---|
২০১৯ | ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯ | পরে জানানো হবে | পরে জানানো হবে | ৪০ |
২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে দলটি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়, যার মধ্যে তামিলনাড়ুর ৩৯ টি এবং পুডুচেরির ১ টি।[৯]