মাজমাউজ জাওয়াইদ

মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ
লেখকআলি ইবনে আবি বাকার আল-হায়সামি
ভাষাআরবি
বিষয়হাদিস

মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ (আরবি: مجمع الزوائد ومنبع الفوائد ; ইংরেজি: Majmauz Zawaid wa Manbaul Fawaid ) সংক্ষেপে মাজমাউজ জাওয়াইদ হল মুসলমানদের একটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থের নাম, যা দ্বিতীয় পর্যায় ভুক্ত হাদিস সংকলনগুলোর একটি। এটি রচনা করেছিলেন আলি ইবনে আবু বাকার আল হায়সামি (১৩৩৫ বা ১৪০৪ খ্রিঃ) । এটি পূর্ববর্তী প্রাথমিক সংগ্রহগুলির 'অনন্য' হাদিস সংকলন ।

প্রশংসা

[সম্পাদনা]

আল-কাত্তানি মাজমাউজ জাওয়াইদ সম্পর্কে বর্ণনা করন, "হাদীসের সর্বাধিক উপকারী বই থেকে প্রাপ্ত বরং এর তুলনা করার মতো কোন বই নেই এবং এর সমতুল্য রচনা এখনও হয়নি।"[] লেখক প্রতিটি হাদীসের সত্যতা সম্পর্কে ভাষ্য সরবরাহ করেন এবং কিছু বর্ণনাকারীর মূল্যায়ন করেন। []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. al-Risalah al-Mustatrafah, by al-Kattani, pg. 171-2, Dar al-Basha'ir al-Islamiyyah, seventh edition, 2007.