মাতাতুফু সামোয়ার উপোলু দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে একটি ছোট গ্রাম।[১] গ্রামটি লোটোফাগা নির্বাচনী এলাকার (ফাইপুলে জেলা) অংশ যা আটুয়ার বৃহত্তর রাজনৈতিক জেলার মধ্যে রয়েছে।
গ্রামটির জনসংখ্যা ৪৬৫ জন।[২]
পার্শ্ববর্তী গ্রামগুলি হল লোটোফাগা এবং ভাভাউ ।