মাতাদিন বাল্মীকি | |
---|---|
জন্ম | মিরাট |
মৃত্যু | কোম্পানি রাজ |
আন্দোলন | ভারতীয় বিপ্লবী |
মাতাদিন বাল্মীকি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী যিনি ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহে অংশ নিয়েছিলেন।তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ইউনিটে কর্মরত কার্তুজ তৈরির কাজ করতেন। তিনি প্রথম দিকের লোকদের মধ্যে যারা ১৮৫৭ সালের বিদ্রোহের বীজ বপন করেছিলেন।[১][২][৩][৪]