মাতিয়ো কাসোভিৎস

মাতিয়ো কাসোভিৎস
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসব-এ কাসোভিস
জন্ম (1967-08-03) ৩ আগস্ট ১৯৬৭ (বয়স ৫৭)
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৭৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীজুলি মদেউচ
অরোর লাগাশ
ওয়েবসাইটmathieukassovitz.com

মাতিয়ো কাসোভিৎস (ফরাসি: Mathieu Kassovitz); ফরাসি : [matjø kasɔvits]; জন্ম: ৩রা এপ্রিল ১৯৬৭) ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্যকার। তিনি চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি এমএনপি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা। তিনি লা এন (১৯৯৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি তিনটি সেজার পুরস্কার অর্জন করেছেন - র‍্যগার্দ লে অম তোম্বে (১৯৯৪)-এর জন্য সেরা উদীয়মান অভিনেতা এবং লা এন (১৯৯৫)-এর জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও সেরা চিত্রসম্পাদনার পুরস্কার।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাসোভিৎস ১৯৬৭ সালের ৩রা আগস্ট পারির ইল-দ্য-ফ্রঁসে জন্মগ্রহণ করেন। তার পিতা পিতের কাসোভিৎস একজন পরিচালক ও লেখক এবং মাতা শঁতাল রেমি একজন চলচ্চিত্র সম্পাদক। তার মাতা ফরাসি ক্যাথলিক এবং তার পিতা হাঙ্গেরীয় ইহুদি যিনি ১৯৫৬ সালের হাঙ্গেরীয় বিপ্লবের সময় ফ্রান্সে পালিয়ে এসেছিলেন।[] মাতিয়ো নিজেকে "ইহুদি নন কিন্তু ইহুদি হাস্যরসের মধ্যে বেড়ে ওঠা" বলে বর্ণনা করেন।[]

পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
মাতিয়ো কাসোভিৎস
  • ২০০৯ - Rebellion (ঘোষিত)
  • ২০০৮ - Babylon A.D. (নির্মাণোত্তর)
  • ২০০৩ - Gothika
  • ২০০১ - অ্যামেলি
  • ২০০০ - Les rivières pourpres (The Crimson Rivers)
  • ১৯৯৭ - Assassin(s)
  • ১৯৯৫ - লা এন (ঘৃণা)
  • ১৯৯৩ - Métisse (Café au lait)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রাইডিং, অ্যালান (১৪ আগস্ট ১৯৯৪)। "A French Director Straight Out of (Enfin) Spike Lee"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]