ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাতেউস গোনসালভেস সাভিও | ||
জন্ম | ১৫ এপ্রিল ১৯৯৭ | ||
জন্ম স্থান | ব্রোদোস্কি, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিওয়া রেইসোল | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
২০১৩–২০১৪ | দেস্পোর্তিভো ব্রাজিল | ||
২০১৪–২০১৬ | ফ্লামেঙ্গো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৯ | ফ্লামেঙ্গো | ১৬ | (২) |
২০১৮ | → এস্তোরিল প্রাইয়া (ধার) | ৬ | (১) |
২০১৯ | → আলাগোয়ানো (ধার) | ৮ | (১) |
২০১৯ | → কাশিওয়া রেইসোল (ধার) | ২২ | (৭) |
২০২০– | কাশিওয়া রেইসোল | ৪০ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১৬–২০১৮ | ব্রাজিল অনূর্ধ্ব-২০ | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:১৪, ২৩ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৪, ২৩ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাতেউস গোনসালভেস সাভিও (পর্তুগিজ: Matheus Sávio; জন্ম: ১৫ এপ্রিল ১৯৯৭; মাতেউস সাভিও নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, মাতেউস ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
মাতেউস গোনসালভেস সাভিও ১৯৯৭ সালের ১৫ই এপ্রিল তারিখে ব্রাজিলের ব্রোদোস্কিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মাতেউস ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৭ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।