ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মাতেও কোভাচিচ[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ৬ মে ১৯৯৪||||||||||||||||
জন্ম স্থান | লিনৎজ, অস্ট্রিয়া | ||||||||||||||||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[২] | ||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||||||||||||||||
জার্সি নম্বর | ৮ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০০–২০০৭ | এলএএসকে | ||||||||||||||||
২০০৭–২০১০ | দিনামো জাগরেব | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১০–২০১৩ | দিনামো জাগরেব | ৪৩ | (৬) | ||||||||||||||
২০১৩–২০১৫ | ইন্টার মিলান | ৮০ | (৫) | ||||||||||||||
২০১৫–২০১৯ | রিয়াল মাদ্রিদ | ৭৩ | (১) | ||||||||||||||
২০১৮–২০১৯ | → চেলসি (ধার) | ৩২ | (০) | ||||||||||||||
২০১৯–২০২৩ | চেলসি | ১১০ | (৪) | ||||||||||||||
২০২৩ – | ম্যানচেস্টার সিটি | ০ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০৮ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৪ | ২ | (১) | ||||||||||||||
২০০৮ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ | ২ | (০) | ||||||||||||||
২০০৯–২০১১ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭ | ১৫ | (০) | ||||||||||||||
২০১১–২০১২ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) | ||||||||||||||
২০১১–২০১৪ | ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ | ৭ | (০) | ||||||||||||||
২০১৩– | ক্রোয়েশিয়া | ৯৫ | (৫) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৮ মে, ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮ জুন ২০২৩ তারিখ অনুযায়ী সঠিক। |
মাতেও কোভাচিচ (ক্রোয়েশীয় উচ্চারণ: [matěo kǒʋatʃitɕ];[৩][৪] জন্ম ৬ মে ১৯৯৪) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার। তিনি ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি ও ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। বাম পাশের উইঙ্গার ও আক্রমণভাগের মিডফিল্ডার হিসেবে খেলার জন্য তাকে বৈচিত্রধর্মী মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয়।[৫]
কোভাচিচ ১৬ বছর বয়সে দিনামো জাগরেবের হয়ে তার পেশাদারী কর্মজীবন শুরু করেন। তিনি এই দলের হয়ে দুটি প্রতিযোগিতামূলক লিগ শিরোপা জয়লাভ করেন। ২০১৩ সালে তিনি ইন্টার মিলানে যোগদান করেন। ২০১৪-১৫ মৌসুমের পর তিনি রিয়াল মাদ্রিদে চলে যান, সেখানে তিনি ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগ জিতেন। ২০১৮ সালে এক বছরের জন্য তিনি ধারে চেলসিতে যোগ দেন। সেখানে তিনি ২০১৮-১৯ ইউরোপা লিগ জিতেন এবং এই ক্লাবের সাথে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হন। ২০১৯-২০ মৌসুমে তিনি চেলসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০২০-২১ মৌসুমে তিনি চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেন।
২০১৩ সাল থেকে ক্রোয়েশীয় আন্তর্জাতিক ফুটবল দলে তার কর্মজীবন শুরু হয়। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ, উয়েফা ইউরো ২০১৬ ও ২০১৮ ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের প্রতিনিধিত্ব করেন এবং ২০১৮ বিশ্বকাপে তার দলকে ফাইনালে নিয়ে যেতে ভূমিকা পালন করেন। ইতালীয় ক্রীড়া সাংবাদিকের তার ডাকনাম প্রদান করে ইল প্রফেসসোরে (অধ্যাপক)।
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ[ক] | লিগ কাপ[খ] | ইউরোপ | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
দিনামো জাগরেব[৮] | ২০১০-১১ | প্রভা এইচএনএল | 7 | 1 | 2 | 0 | — | 0 | 0 | — | 9 | 1 | ||
২০১১-১২ | প্রভা এইচএনএল | 25 | 4 | 7 | 1 | — | 12[গ] | 1 | — | 44 | 6 | |||
২০১২-১৩ | প্রভা এইচএনএল | 11 | 1 | 1 | 0 | — | 8[গ] | 0 | — | 20 | 1 | |||
মোট | 43 | 6 | 10 | 1 | — | 20 | 1 | — | 73 | 8 | ||||
ইন্টার মিলান | ২০১২-১৩ | সেরিয়ে আ | 13 | 0 | 1 | 0 | — | 4[ঘ] | 0 | — | 18 | 0 | ||
২০১৩-১৪ | সেরিয়ে আ | 32 | 0 | 3 | 0 | — | — | — | 35 | 0 | ||||
২০১৪-১৫ | সেরিয়ে আ | 35 | 5 | 1 | 0 | — | 8[ঘ] | 3 | — | 44 | 8 | |||
মোট | 80 | 5 | 5 | 0 | — | 12 | 3 | — | 97 | 8 | ||||
রিয়াল মাদ্রিদ | ২০১৫-১৬ | লা লিগা | 25 | 0 | 1 | 0 | — | 8[গ] | 1 | — | 34 | 1 | ||
২০১৬-১৭ | লা লিগা | 27 | 1 | 4 | 0 | — | 6[গ] | 1 | 2[ঙ] | 0 | 39 | 2 | ||
২০১৭-১৮ | লা লিগা | 21 | 0 | 5 | 0 | — | 7[গ] | 0 | 3[চ] | 0 | 36 | 0 | ||
মোট | 73 | 1 | 10 | 0 | — | 21 | 2 | 5 | 0 | 109 | 3 | |||
চেলসি (ধার) | ২০১৮-১৯ | প্রিমিয়ার লিগ | 32 | 0 | 2 | 0 | 5 | 0 | 12[ঘ] | 0 | — | 51 | 0 | |
চেলসি | ২০১৯-২০ | প্রিমিয়ার লিগ | 31 | 1 | 6 | 0 | 1 | 0 | 8[গ] | 1 | 1[ছ] | 0 | 47 | 2 |
২০২০-২১ | প্রিমিয়ার লিগ | 27 | 0 | 3 | 0 | 2 | 0 | 10[গ] | 0 | — | 42 | 0 | ||
মোট | 90 | 1 | 11 | 0 | 8 | 0 | 30 | 1 | 1 | 0 | 140 | 2 | ||
কর্মজীবনে মোট | 286 | 13 | 36 | 1 | 8 | 0 | 83 | 7 | 6 | 0 | 419 | 21 |
ক্রোয়েশিয়া জাতীয় দল | |||
---|---|---|---|
বছর | উপস্থিতি | গোল | |
২০১৩ | ৭ | ০ | |
২০১৪ | ১২ | ০ | |
২০১৫ | ৫ | ১ | |
২০১৬ | ৮ | ০ | |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ১২ | ০ | |
২০১৯ | ৭ | ০ | |
২০২০ | ৭ | ২ | |
২০২১ | ১২ | ০ | |
২০২১ | ১৬ | ০ | |
২০২১ | ৪ | ২ | |
সর্বমোট | ৯৫ | ৫ |
নং | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১ | ৭ জুন ২০১৫ | স্তাদিওন আন্দেল্কো হারিয়াভেচ, ভারাজদিন, ক্রোয়েশিয়া | জিব্রাল্টার | ২–০ | ৪–০ | প্রীতি |
২ | ১৭ নভেম্বর ২০২০ | স্তাদিওন পোলিউদ, স্প্লিত, ক্রোয়েশিয়া | পর্তুগাল | ১–০ | ২–৩ | ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ এ |
৩ | ২–২ |
Matèo
Kòvačič
the Order of Prince Branimir with Ribbon was awarded to Mr. Mateo Kovačić...